চোরাই মোটরসাইকেল ও মোবাইলসহ কুলাউড়া পুলিশের হাতে গ্রেফতার ১



স্টাফ রিপোর্টারঃ চোরাই হিরো গ্লামার মোটরসাইকেল ও দুটি মোবাইল সহ  রোমেল ইসলাম (২৩) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কুলাউড়া থানা পুলিশ । গ্রেফতার রোমেল ইসলাম রাজনগর উপজেলার কালাইকোনা গ্রামের রহমান মিয়ার ছেলে।

১৮ নভেম্বর বৃহস্পতিবার কুলাউড়া থানার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোমেল ইসলামকে মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনসহ গ্রেফতার করতে সক্ষম হয়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব বিনয় ভূষণ রায় বিডি মেইলকে জানান গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান চালিয়ে রোমেল ইসলাম নামের এক ব্যক্তিকে চোরাই হিরো গ্লামার মোটর সাইকেল ও দুটি মোবাইল ফোনসহ আটক করতে সক্ষম হয় কুলাউড়া থানা পুলিশের একটি দল । তিনি আরো জানান আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো  হয়েছে।

Post a Comment

Previous Post Next Post