অবিশ্বাস্য দামে বিক্রি হলো বিলুপ্ত প্রজাতির মাছটি



নিউজ ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মায় জেলের জালে ধরা পড়েছে বিলুপ্ত প্রজাতির একটি ঢাই মাছ। মাছটির ওজন ছয় কেজি। বিলুপ্ত প্রজাতির ওই মাছটি ২ হাজার ৮০০ টাকা কেজি দরে ১৬ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে।    

শনিবার ভোরে দৌলতদিয়া ৫নম্বর ফেরিঘাটে জেলে বিকাশ হালদারের কাছ থেকে মাছটি কিনে নেন ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।

জেলে বিকাশ হালদার বলেন, শুক্রবার রাতে কয়েকজন মিলে পদ্মার চর কর্নেশন এলাকায় গিয়ে মাছ ধরার জন্য জাল পেতে বসে থাকি। ভোরের দিকে জালে জোরে একটা ধাক্কা দেয়। এতে বুঝতে পারি জালে বড় ধরনের কোনো মাছ ধরা পড়েছে। পরে জাল তুলে দেখি পাঙাশের মতো দেখতে ওই জাতীয় একটি মাছ। পরে অন্য একজন জেলে জানালো এটি বিলুপ্ত প্রজাতির ঢাই মাছ। মাছটির দাম কেজিতে অনেক বেশি।পরে মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখের কাছে মাছটি দুই হাজার ৮০০ টাকা কেজি দরে বিক্রি করে দিয়েছি।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ যুগান্তরকে বলেন, জেলে বিকাশ হালদারের কাছ থেকে দুই হাজার ৮০০ টাকা কেজি দরে ঢাই মাছটি কিনেছি। এখন দুই হাজার ৯০০ টাকা কেজি দরে ঢাকায় বিক্রি করা হবে বলে জানান তিনি।

Post a Comment

Previous Post Next Post