সিলেট প্রতিনিধি: আগামীকাল ২১ জুলাই রোজ বুধবার পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সিলেটবাসীসহ দেশ ও দেশের বাহিরে রেমিট্যান্স যোদ্ধা সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মহানগর শ্রমিকলীগের সভাপতি এম.শাহরিয়ার কবির সেলিম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বিশ্বের মুসলমানরা আল্লাহতালার সন্তুষ্টি অর্জনের জন্য প্রতি বছর এই দিনটি উদযাপন করে থাকেন। এটি মূলত ত্যাগের উৎসব। আল্লাহর সন্তুষ্টি ও পুরস্কার লাভের আশায় নির্দিষ্ট দিনে নির্দিষ্ট স্থানে পশু জবাই করা হয়ে থাকে। ঈদুল আযহা মানেই ত্যাগের শিক্ষা। তিনি প্রত্যাশা করেন, ত্যাগের এই শিক্ষাকে কাজে লাগিয়ে ব্যক্তি ও সমাজ জীবনে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠিত হবে।
সমগ্র বিশ্ব আজ করোনা মহামারীর দুর্যোগ অতিক্রম করছে। তারপরও আমাদের দেশ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র সুযোগ্য নেতৃত্বের কারণে করোনা মহামারীর সকল বাধা অতিক্রম করে এগিয়ে যাচ্ছে।
এসময় তিনি সকল কে স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদ উল আযহা উৎযাপন করার জন্য আহবান জানান।