কুলাউড়া উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্য বিয়ে



স্টাফ রিপোর্টার:মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরে একটি বাল্যবিয়ে প্রতিরোধ করেছে উপজেলা প্রশাসন। স্থানীয় লোকজনের মাধ্যমে বাল্যবিয়ের খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সোমবার (৩১ মে) পৌর শহরের বাদে মনসুর ওই বিয়েবাড়িতে হাজির হলে বরযাত্রীরা খাবার ফেলে পালিয়ে যান।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কনের বাবাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, জন্মসনদ অনুযায়ী কিশোরীর বয়স ১৪ বছর। তার বাবা ভ্যানগাড়ি চালান। প্রতিবেশী রিকশা চালক এক তরুণের (২৩) সাথে কিশোরীর বিয়ের আয়োজন করা হয় সোমবার দুপুরে।

খবর পেয়ে বেলা আড়াইটার দিকে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম ও মহিলাবিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন কুলাউড়া থানার পুলিশ নিয়ে সেখানে যান।

তখন বরযাত্রীরা খাওয়া-দাওয়া করছিলেন। পুলিশ দেখে খাবার ফেলে তাঁরা দৌড়ে পালিয়ে যান। তবে বর-কনেসহ উভয় পক্ষের অভিভাবকেরা পালাতে পারেননি।

পরে সহকারী কমিশনার নাজরাতুন নাঈম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেন। এ ছাড়া ওই কিশোরী প্রাপ্তবয়স্ক না হলে এ বিয়ে হবে না বলে বর-কনেসহ উভয় পক্ষের অভিভাবকেরা লিখিত মুচলেকা দেন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Post a Comment

Previous Post Next Post