কুলাউড়ায় নতুন করে করোনা আক্রান্ত ১৩ জন, ৩ জন চাঁপাইনবাবগঞ্জের

 



নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলায় নতুন করে আরও ১৩ জনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। বুধবার (৯ জুন) তাদের পজিটিভ রিপোর্ট হাসপাতালে পৌঁছায় বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে।

করোনাক্রান্ত ১৩ জনের মধ্যে ব্রাহ্মণবাজার এলাকার মো. মামুন, হারুন আলী ও আস্তাব আলী, কাদিপুর এলাকার আব্দুল করিম, চাতলগাঁও এলাকার রাসেদ আহমদ ও আকলিমা আক্তার, কর্মধা এলাকার খায়রুল ইসলাম, লক্ষীপুর মিশন এলাকার ত্রিফলা রোজা, উনদা রোজারিও, তমা মুণ্ডা ও সৃষ্টি মুণ্ডা, বাদে-ভূকশিমইল এলাকার মখই বিবি এবং রামপাশা এলাকার সুবেরা আক্তার জনিসহ মোট ১৩ জন। এরমধ্যে ব্রাহ্মণবাজার এলাকার মো. মামুন, হারুন আলী ও আস্তাব আলী পেশায় তারা ফেরিওয়ালা। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায়।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, করোনা আক্রান্ত ১৩ জন মঙ্গলবার (৮ জুন) কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যাম্পল দেন। স্যাম্পল দেয়ার ১ দিন পর বুধবার ১৩ জনেরই রিপোর্ট কুলাউড়া হাসপাতালে পজিটিভ আসে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ করোনাক্রান্তদের বাড়ি লকডাউন করে তাদের নিজ বাড়িতে আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে।

Post a Comment

Previous Post Next Post