চিত্রনায়ক শাহিন আলম মারা গেছেন



নিউজ ডেস্কঃ বাংলা চলচ্চিত্রের চিত্রনায়ক শাহিন আলম মারা গেছেন। সোমবার রাত ১০টার দিকে রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শাহীন আলমের মৃত্যুর বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন তার ছেলে ফাহিম নূরে আলম এবং শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

কিডনিজনিত জটিলতা নিয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন শাহিন আলম। গত ৬ মার্চ থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

শাহীন আলম ১৯৮৬ সালে এফডিসির নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে আসেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে- ঘাটের মাঝি, এক পলকে, গরিবের সংসার, তেজী, চাঁদাবাজ, প্রেম প্রতিশোধ, টাইগার, রাগ-অনুরাগ, দাগী সন্তান, বাঘা-বাঘিনী, আলিফ লায়লা, স্বপ্নের নায়ক, আঞ্জুমান, অজানা শত্রু, দেশদ্রোহী, প্রেম দিওয়ানা, আমার মা, পাগলা বাবুল, শক্তির লড়াই, দলপতি, পাপী সন্তান, ঢাকাইয়া মাস্তান, বিগবস, বাবা ও বাঘের বাচ্চা।

Post a Comment

Previous Post Next Post