সিলেট প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা'র আন্তরিকতায়, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা সাখাওয়াত হোসেন শফিকের প্রচেষ্টায় সিলেট জেলা ছাত্রলীগের সাবেক উপ-অপ্যায়ন সম্পাদক মনিরুল হক পিনু চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী'র ত্রাণ তহবিল থেকে ৫ লক্ষ টাকার আর্থিক সাহায্য পেয়েছেন।
সোমবার সাখাওয়াত হোসেন শফিকের ঢাকাস্থ অফিস থেকে পিনু চেক গ্রহণ করেন।
উল্লেখ্য যে, পিনু সিলেট জেলা ছাত্রলীগের নেতা থাকা অবস্থায় ২০১৩ সালে জামাত শিবিরের হাতে নির্যাতনের স্বীকার হয়েছেন। তাঁর চিকিৎসা এখনো চলমান।