"হারিয়ে যাওয়া বন্ধুদের ফিরে পাওয়া"



মোঃ আনিসুর রহমান চৌধুরী লিটু: সিভিল অ্যাভিয়েশন হাই স্কুল,তেজগাঁও,ঢাকা'র ৯৭ ব্যাচ এর গেট-টুগেদার হয়ে গেলো ১২ ফেব্রুয়ারী ২০২১ শুক্রবারে। 


নিকুঞ্জএর  মারওয়া কাবাব এন্ড রেষ্টুরেন্ট এ এই মিলন মেলার শুরু হয় ২ টার পর থেকে।একে একে ৯৭ ব্যাচ এর সব প্রাক্তন ছাত্র-ছাত্রীদের আসা শুরু হয়ে যায়।এক জন করে আসে আর আবেগে আপ্লুত হয়ে ওঠে প্রতিটা স্কুল বন্ধুরা।বেশীর ভাগই প্রায় দুই যুগ পরে এই সাক্ষাত যেনো হারিয়ে যাওয়া থেকে আবার ফিরে পাবার গল্পই মনে করিয়ে দেয় সবাইকে।এস এসসি পরীক্ষার সময় সবাই ছিলো অবিবাহিত আজ সবাই বিবাহিত আর সবারই সন্তান আছে।সবাই আজ প্রতিষ্ঠিত।কে কোন পেশায় আছে,কোথায় থাকছে সব কিছুর শেয়ারিং চলেছে কিছু সময়।তারপর আসে খাবারের পালা।খাবার শেষে আবার সেই ৯৭ এর মধুর স্মৃতিচারণ।এরপর কেক কেটে অনুষ্ঠানটি আরো স্মৃতিময় করে রাখা।

সন্ধ্যা হয়ে এলো সব অন্ধকার, সবার মনও অন্ধকারে রুপান্তরিত হয়ে যাচ্ছিলো বাসায় ফিরে যাবার কথা মনে করাতে।অন্ধকার হলেও যেতে তো হবেই তাই একে অপর কে বিদায় জানিয়ে নিজ নিজ গন্তব্যের দিকে চলে যাওয়া।


- লেখক
মোঃআনিসুর রহমান চৌধুরী লিটু
৯৭ ব্যাচ,
পরিচালক,বিডি মেইল ও প্রিয় কুলাউড়া

Post a Comment

Previous Post Next Post