অনলাইন ডেস্কঃ "আলোকিত কুলাউড়িয়ান: গর্বিত দেশ জাতি আপনাদের অবদানে মহান আল্লাহ আপনাদেরকে স্থান দিন জান্নাতে "
৫২ সালের বাংলা ভাষা আন্দোলনের একই পরিবারের তিন বোন, তিন ভাষা কন্যা ( পিছনে দাঁড়ানো বাম থেকে ডানে )
১)”ছালেহা বেগম “(ময়মনসিংহ মুসলিম গার্লস হাই স্কুলের দশম শ্রেনীর ছাএী থাকাকালীন সকুলে কালো পতাকা উওোলন ও শহরে মিছিল করার কারনে গ্রেফতার ও তিন বছরের জন্য বহিষ্কার হন ,
২) “ হোসনে আরা বেগম “, পিরোজপুর আরবান সকুলে আন্দোলনরত ছাএীদের সাথে মিছিলে নেতৃত্ব দেন
৩) “রওশন আরা বাচচু “, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের নারী নেএী হিসাবে ১৪৪ ধারা ভাংগেন ও পুলিশের লাঠিচার্জে আঘাতপ্রাপত হন।
তাদের পিতা এ এম আশরাফ আলী, মাতা মনিরূননেছা বেগম, পিতার কোলে ছোট ভাই মনির আলম ও ডান পাশে অপর ভাই আমির আলী এরা কেউই বর্তমানে বেঁচে নেই।
সিলেট জেলার, মৌলভীবাজার মহকুমার (বর্তমানে জেলা) কুলাউড়া থানার উসলাপাড়া খান সাহেব বাড়ীর এই পরিবারের এই ছবিটি ১৯৫২ সালে তোলা। (সংগৃহীত)