নিউজ ডেস্কঃ শ্রীমঙ্গলের পতিতা সম্রাজ্ঞী ও মানব পাচার মামলার আসামি আছমা (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ১৭ ফেব্রুয়ারী রাত পৌনে দশটার দিকে গোপন সংবাদ পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশের এসআই ইউসুফ আলীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে শহরের গুহ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
এসআই ইউসুফ আলী জানান, ১৫ ফেব্রুয়ারী রাতে পতিতাবৃত্তির অভিযোগে পুলিশ শহরের হাউজিং এস্টেট এলাকায় অবস্থিত তার বাসায় অভিযান চালায়। এসময় সেখান থেকে পতিতাবৃত্তির অভিযোগে ২ নারী ও ২ পুরুষ খদ্দেরকে আটক করে তারা। এর আগেই সেখান থেকে কৌশলে সটকে পড়তে সক্ষম হয় আছমা। এ ঘটনায় থানায় একটি মামলা রুজু হয় এবং এই মামলার সূত্র ধরে বুধবার রাতে আছমা পুলিশের জালে ধরা পরে।
শহরের বিরাহিমপুর এলাকার বাসিন্দা সোলায়মান আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, আছমা দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গলে পতিতাবৃত্তি করে আসছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে নারীদের নিয়ে এসে জোর করে পতিতাবৃত্তিতে বাধ্য করানো হয়। এর আগেও কয়েকবার পুলিশের হাতে আটক হলেও ছাড়া পেয়ে আবারো পুরোনো কাজে ফিরে আসে এই নারী।
হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা রুহেল আহমেদ বলেন, আছমা তার বসত বাড়ি যৌনপল্লী বানিয়ে ফেলেছে, পাশাপাশি বিভিন্ন আবাসিক হোটেল রিসোর্টে নারী সরবরাহ কাজেও লিপ্ত সে। অনেকে অভিযোগ করে বলেছেন, দিনের পর দিন আছমার এসব অসামাজিক কর্মকাণ্ডের পেছনে এক শ্রেনীর প্রভাবশালীদের হাত রয়েছে। যারা নিয়মিত মাসোহারা নিয়ে আছমাকে এসব অনৈতিক কাজের প্রশয় দিয়ে থাকেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আছমা দীর্ঘদিন থেকে পতিতাবৃত্তির সাথে জড়িত ছিল। শ্রীমঙ্গল থানায় তার বিরুদ্ধে মানব পাচারও মামলা রয়েছে। তিনি আরো বলেন আছমা নিজে ও অন্য মেয়েদের দিয়ে এসব অনৈতিক কাজ চালাতো। শ্রীমঙ্গল থানায় দায়ের করা মানব পাচার মামলায় গ্রেফতার করা হয়েছে।