সিলেট প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন আলীনগর ইউপি ছাত্রলীগ ও সৈয়দ নবীব আলী কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ।
রবিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় প্রভাত ফেরির মধ্য দিয়ে সৈয়দ নবীব আলী কলেজ শহীদ মিনার ও ডি এম হাই স্কুল শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় ৪নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের নেতা সাইদুর রাহমান, নজরুল ইসলাম, বাংলাদেশ ছাত্রকল্যান পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক সুমন আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা আবদুল্লাহ কামিল, এলিম, পারবেজ, আলী, কাওছার ও ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।