কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপের আনন্দ ভ্রমন

 



নিউজ ডেস্কঃ কুলাউড়ায় মুক্ত স্কাউট গ্রুপের আনন্দ ভ্রমন অনুষ্ঠিত হয়েছে। মুক্ত স্কাউট গ্রুপের সদস্য ও অবিভাবকদের নিরে ১৭ই ফেব্রুয়ারী, বুধবার সকাল ৮টা বাস যোগে যাত্রা শুরু করে। সংগঠনের ৫০ জন সিলেটের কোম্পানীগন্জ উপজেলার ভোলাগন্জ, সাদাপাথর ও সিলেট এডভেঞ্চার ওয়ার্ল্ড এবং জাকারিয়া সিটি এই সকল দর্শনীয় স্থান দেখার জন্য সদস্যরা অংশ গ্রহণ করে।

গ্রুপের সভাপতি মুর্শেদ আলম, সাধারণ সম্পাদক সামছুদ্দিন বাবুর নেতৃত্বে বনভোজন অনুষ্ঠানে আনুষ্ঠানিকতা শুরু করেন গ্রুপের সহ-সভাপতি কাউন্সিলর তাসলিমা সুলতানা মনি। 

গ্রুপের সকল সদস্য হাসি খুসি উল্লাসের মধ্য দিয়ে এসব দর্শনীর স্থান ভ্রমনের মাধ্যমে শেষ হয় সারা দিনের আয়োজন। ভ্রমন শেষে রাত ৮ টায় কুলাউড়া এসে পৌছায় মুক্ত স্কাউট গ্রুপের  সকল সদস্য ও অবিভাবকবৃন্দ। 

Post a Comment

Previous Post Next Post