বীর মুক্তিযোদ্ধাদের খসড়া তালিকা প্রকাশ ১৫ ফেব্রুয়ারি

 


অনলাইন ডেস্কঃ বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকার আগে আগামী ১৫ ফেব্রুয়ারি খসড়া তালিকা প্রকাশ করা হবে, যেন কোনো সংশোধনী থাকলে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া সম্ভব হয় বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই খসড়া তালিকা প্রকাশ করার কথা ছিল, তবে সেটা আর সম্ভব নয় বলেই মনে হচ্ছে। আ ক ম মোজাম্মেল জানালেন, উপজেলা পর্যায়ের যাচাই-বাছাই করা তালিকা আমরা এখনো হাতে পাইনি। চেষ্টা চলছে, দিনকয়েকের মধ্যে পেয়ে যাবো। ১৫ ফেব্রুয়ারি এই তালিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। খসড়া তালিকায় কত মুক্তিযোদ্ধা থাকবেন, তা এখনই বলা যাচ্ছে না।

যাচাই-বাছাইয়ের পদ্ধতি সম্পর্কে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, যদি কোনো বীর মুক্তিযোদ্ধার নাম ভারতীয় তালিকা তথা লাল মুক্তিবার্তায় থাকে তাহলে তিনি যাচাই-বাছাইয়ের আওতার বাইরে থাকবেন। এছাড়া মন্ত্রণালয় ৩৩টি ক্যাটাগরি ঠিক করেছে, সেগুলোর শর্ত পূরণ করে তবেই একজন ব্যক্তি মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেতে পারেন। এভাবেই এগিয়ে চলছে যাচাইয়ের কাজ।

Post a Comment

Previous Post Next Post