নিউজ ডেস্কঃ মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাশ এর তত্ত্বাবধানে মৌলভীবাজার জেলার রাজনগর থানাধীন দত্তগ্রামস্থ ময়না মিয়ার দোকানের সামনে অভিযান চালিয়ে ৪৭ পিছ ইয়াবা ট্যাবলেটসহ সুমন কর (১৮) কে গ্রেফতার করা হয়।
২১ ফেব্রুয়ারী রোববার অভিযান পরিচালনা সময় সাথে ছিলেন জেলা গোয়েন্দা শাখার অফিসার এসআই কাজী আরিফ আহমেদ, এএসআই মকুন্দ দেববর্মা, এএসআই রকি বড়ুয়া,আবুল বাছেদ রাফি, সুুমন চন্দ্র পাল।
আসামীর নাম সুমন কর (১৮), পিতা- মৃত উপেন্দ্র কর, মাতা- শান্তি কর, সাং- দত্তগ্রাম, থানা- রাজনগর জেলা- মৌলভীবাজার। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা শাখা। মৌলভীবাজারকে মাদক মুক্ত রাখতে ডিবি টিমের অভিযান অব্যাহত থাকবে।