ব্রাজিলে বিমান দুর্ঘটনায় চার ফুটবলারের মৃত্যু



অনলাইন ডেস্কঃ ব্রাজিলে এক বিমান দুর্ঘটনায় দেশটির চার ফুটবলারসহ ছয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন ব্রাজিলের চতুর্থ বিভাগের ক্লাব পালমাসের চার খেলোয়াড় ও ক্লাবটির সভাপতি ও বিমানের পাইলট।

ব্রাজিলিয়ান কাপের ম্যাচ খেলতে গোইয়ানিয়ায় যাচ্ছিলেন পালমাসের সভাপতি ও খেলোয়াড়েরা। ছোট বিমানটি ওড়ার আগেই দুর্ঘটনায় পতিত হয়। ক্লাবের সভাপতি লুকাস মেইরা, চার ফুটবলার লুকাস প্রাসেদেস, গিলের্মে নো, রানুলে ও মার্কাস মলিনারি—পালমাস হারিয়েছে এই পাঁচজনকে।

পালমাস এক বিবৃতিতে জানিয়েছে, ‘বিমান টেকঅফ করেছিল, এরপর তোকানতিনেসে এভিয়েশন অ্যাসোসিয়েশনের রানওয়ের শেষ প্রান্তে গিয়ে বিধ্বস্ত হয়। শোকের সঙ্গে জানাচ্ছি, কেউই বেঁচে ফিরতে পারেননি’।

৮০০ কিলোমিটার দূরের শহর গোইয়ানিয়ার ক্লাব ভিলা নোভার বিপক্ষে আগামী মঙ্গলবার ব্রাজিলের ঘরোয়া কাপ টুর্নামেন্ট কোপা ভের্দের শেষ ষোলোতে খেলার কথা ছিল পালমাসের। ব্রাজিলের দক্ষিণ ও উত্তর–পূর্ব অঞ্চলের বিখ্যাত দলগুলোর বাইরের ছোট দলগুলোকে নিয়েই আয়োজিত হয় টুর্নামেন্টটা।

Post a Comment

Previous Post Next Post