নিউজ ডেস্কঃ “মুজিব বর্ষের আহবান লাগাই গাছ বাড়াই বন” শ্লোগানকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচীর আওতায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় চারা রোপণ ও বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
১৬ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও বন বিভাগের সহযোগিতায় কুলাউড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ ইসতিয়াক হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আজহারুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শিমুল আলী, বন বিভাগের কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা মো. রেজাউল হক, সিনিয়র সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, সাংবাদিক মাহফুজ শাকিল, বন বিট কর্মকর্তা আহমদ আলী প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী জানান, চারা রোপণ ও চারা বিতরণ কর্মসূচীর আওতায় কুলাউড়া উপজেলার ব্যক্তি পর্যায়ে বীর মুক্তিযোদ্ধা, দুঃস্থ, অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে ফলজ, ঔষধি ও বনজসহ ৩টি করে, প্রাতিষ্ঠানিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও দাতব্য প্রতিষ্টান, সামাজিক সংগঠনসমূহে ১০ টি করে বিভিন্ন প্রজাতির এবং পৌরসভাসহ ১৩টি ইউনিয়নে মোট ২০ হাজার ৩২৫ টি চারা বিতরণ করা হবে।