কুলাউড়ায় ইসলামী ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন


এমদাদুর রহমান চৌধুরী জিয়া: মৌলভীবাজারের কুলাউড়ায় গ্রাহক প্রিয়তা লাভ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লি:। তারা ব্যাংকিং সেবা গ্রামীন জনগোষ্টির দোরগড়ায় পৌছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গুরুত্¦পুর্ণ এলাকায় ইউনিয়ন পর্যায়ে এজেন্ট ব্যাংকিং শাখা বৃদ্ধি করছে প্রতিনিয়ত।

গেল কয়েক মাসের মাথায় রবিরবাজারে এজেন্ট ব্যাংকিং চালূ করার পর এখন উপজেলার ভাটেরায় ৬ জুলাই, সোমবার আনুষ্ঠিানিক ভাবে বর্ণ্যাঢ্য আয়োজনে শুভ উদ্ধোধন করা হলো ভাটেরা ষ্টেশন বাজার আউটলেট ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা।

স্বাস্থ্যবিধি অনুসরণ করে প্রধান অতিথি হিসাবে এ অনুষ্ঠানে ফিতা কেটে এজেন্ট ব্যাংকিং এর আনুষ্ঠানিক উদ্ধোধন ঘোষনা করেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যার এ কে এম শফি আহমদ সলমান।

ইসলামী ব্যাংকের এসিষ্টেন্ড ভাইস প্রেসিডেন্ট ও কুলাউড়া প্রধান শখার ম্যানেজার মোহাম্মদ আব্দুল্লাহ এর সভাপত্বিতে ও মোবাইল এজেন্ট ব্যাংকিং ভাটেরা শাখার ইনচার্জ (ম্যানেজার) মোহাম্মদ আমিনুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ভাটেরা ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ এ,কে,এম নজরুল ইসলাম, ভাটেরা ষ্টেশনবাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি, আকমল হোসেন তালুকদার, সাইফুল তাহমিনা আলিম মাদ্রাসার সভাপতি, বদরুল আলম সিদ্দিকী নানু।

অন্যান্যদের মধ্যে ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ বোরহান উদ্দিন সিন্ধু, মার্কেটের সত্বাধিকারী শেখ মোহাম্মদ রকিব ও শেখ মোহাম্মদ রফিকুল ইসলাম আকুল, মাও: ফয়জুর রহমান, আব্দুল হামিদ খান, উপাধক্ষ্য আব্দুর রহিম, প্রধান শিক্ষক, এ কে এম মিছবাহুর রহমান, শেখ রকিব আলী, মোবাইল ব্যাংকিং ভাটেরা শাখার ষ্টাফ জামিল আহমদ, মো: মিজানুর রহমান, জনেদ আহমদ, আবুল কালাম আশুক, তানভীর আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post