কুলাউড়ায় অন্তঃসত্ত্বা নারী হত্যা মামলায় স্বামী ও দেবর গ্রেফতার


নিউজ ডেস্কঃ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজীপুরে এক অন্তঃসত্ত্বা নারীকে (২২) শ্বাসরোধ করে হত্যার অভিযোগে তার স্বামী ও দেবরকে গ্রেফতার করেছে র‌্যাব।

রবিবার সকাল সাড়ে ৯টার দিকে কমলগঞ্জের শমসেরনগর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোস্তাক আহমেদ (২০) ও আব্দুল মুকিদ (২৬) কুলাউড়া উপজেলার দক্ষিণ পাবই গ্রামের হাছলু মিয়ার ছেলে।

র‌্যাব-৯ এর এএসপি ওবাইন জানান, গ্রেফতারকৃতদের কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, গেল ২ জুলাই আব্দুল মুকিদের স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা মাজেদা বেগমকে হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনায় ৪ জুলাই মাজেদার মা কবিরুন্নেছা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

মাজেদার বাড়ি একই উপজেলার কাদিপুর ইউনিয়নের গুপ্তগ্রামে।

Post a Comment

Previous Post Next Post