৭০০ বছর পর শাহজালালের মাজারে ব্যতিক্রম ইতিহাস (ভিডিও)


নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল (র.) মাজারের ওরস খুবই নীরবে সম্পন্ন হয়েছে। মহামারি করোনার কারণে ওরসের সাত শ বছরের ইতিহাসে ব্যতিক্রম ঘটলো এবার। রোববার ভোরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হওয়ার কথা ছিল গত শনিবার শুরু হওয়া ওরস।

লাখো লাখো ভক্ত-আশেকানের ঢল থাকার কথা ছিল মাজার ছাড়াও পুরো নগরীতে। অথচ এসবের কিছুই নেই এবার সিলেট নগরীতে।

মাজার সংশ্লিষ্টরা জানান, অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে গত শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মাজারে প্রথম গিলাফ ছড়ানো হয়। মাজারের মোতোয়ালি ফতেহ উল্লাহ আল আমান সরকুম গিলাফ ছড়ানোতে নেতৃত্ব দেন। পরে দিনভর ভক্ত-আশেকরাও মাজারে গিলাফ ছড়ান।

তবে, এ সময় অন্যান্য বছরের মতো বিপুলসংখ্যক লোক একসঙ্গে গিলাফ ছড়াতে মাজারে আসেননি। দেশের ভিআইপিদের পক্ষেও কাউকে গিলাফ নিয়ে আসতে দেখা যায়নি।

Post a Comment

Previous Post Next Post