বিশেষ প্রতিনিধিঃ
করোনা ভাইরাস আতঙ্কের মধ্যে নিজেদের জীবনের ঝুকি নিয়ে রোগীদের সেবা দিয়ে
যাচ্ছেন ওসমানী হাসপাতালের ৮২ জন আউটসোর্সিং কর্মী। তাদের অনেকের ঘরে খাবার
নেই। যেখানে ঠিকাদারী প্রতিষ্ঠান তাদেরকে অগ্রিম বেতন দেওয়ার কথা সেখানে
পাঁচ মাসের বেতন আটকে রেখেছে।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আউটসোর্সিং কর্মচারীরা পাঁচ মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না। বেতনের দাবিতে শনিবার (২৫ এপ্রিল) ওসমানী মেডিকেলের সামনে অবস্থান কর্মসূচি ও দ্রুততম সময়ের মধ্যে বেতন-ভাতা পেতে সংশ্লিষ্টদের কাছে দাবি জানিয়েছেন তারা। কিন্তু বেতনের জন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ‘কৃষ্ণা সিকিউরিটি সার্ভিস লিমিটেড’র আশ্বাসই এখন নাভিশ্বাস হয়ে দাঁড়িয়েছে। টানা পাঁচ মাস বেতনভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন আউটসোর্সিং কর্মীরা।ওসমানী মেডিকেলের ওয়ার্ড মাস্টার রওশন হাবীব ও ‘কৃষ্ণা সিকিউরিটি সার্ভিস লিমিটেড’র সিলেটের দায়িত্বরত ম্যানেজ্যার কামাল তাদের একটি আশ্বাস দিয়েছেন। এই আশ্বাসের সমাপ্তি না হলে আন্দোলনে নামারও হুঁশিয়ারি দিয়েছেন আউটসোর্সিং কর্মীরা।
জানা যায়, ২০১৮ সালে ওসমানী মেডিকেলে ৮২ জন আউটসোর্সিং কর্মচারী নিয়োগের জন্য কাজটি পায় ‘কৃষ্ণা সিকিউরিটি সার্ভিস লিমিটেড’ নামক ঠিকাদারী প্রতিষ্টান। নিয়োগের পর আউটসোর্সিং কর্মীদের বেতন প্রদান করা হলেও গত পাঁচ মাসের বেতন-ভাতা বকেয়া রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে। ফলে বাসা ভাড়া, যাতায়াত খরচসহ পরিবারের দৈনন্দিন ব্যয় নির্বাহ করতে হিমশিমে পড়তে হচ্ছে। অনেকেই ধারদেনা করে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। দীর্ঘদিন বেতন না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন আউটসোর্সিংয়ে নিয়োগপ্রাপ্ত কর্মীদের।d
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আউটসোর্সিং কর্মচারীরা পাঁচ মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না। বেতনের দাবিতে শনিবার (২৫ এপ্রিল) ওসমানী মেডিকেলের সামনে অবস্থান কর্মসূচি ও দ্রুততম সময়ের মধ্যে বেতন-ভাতা পেতে সংশ্লিষ্টদের কাছে দাবি জানিয়েছেন তারা। কিন্তু বেতনের জন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ‘কৃষ্ণা সিকিউরিটি সার্ভিস লিমিটেড’র আশ্বাসই এখন নাভিশ্বাস হয়ে দাঁড়িয়েছে। টানা পাঁচ মাস বেতনভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন আউটসোর্সিং কর্মীরা।ওসমানী মেডিকেলের ওয়ার্ড মাস্টার রওশন হাবীব ও ‘কৃষ্ণা সিকিউরিটি সার্ভিস লিমিটেড’র সিলেটের দায়িত্বরত ম্যানেজ্যার কামাল তাদের একটি আশ্বাস দিয়েছেন। এই আশ্বাসের সমাপ্তি না হলে আন্দোলনে নামারও হুঁশিয়ারি দিয়েছেন আউটসোর্সিং কর্মীরা।
জানা যায়, ২০১৮ সালে ওসমানী মেডিকেলে ৮২ জন আউটসোর্সিং কর্মচারী নিয়োগের জন্য কাজটি পায় ‘কৃষ্ণা সিকিউরিটি সার্ভিস লিমিটেড’ নামক ঠিকাদারী প্রতিষ্টান। নিয়োগের পর আউটসোর্সিং কর্মীদের বেতন প্রদান করা হলেও গত পাঁচ মাসের বেতন-ভাতা বকেয়া রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে। ফলে বাসা ভাড়া, যাতায়াত খরচসহ পরিবারের দৈনন্দিন ব্যয় নির্বাহ করতে হিমশিমে পড়তে হচ্ছে। অনেকেই ধারদেনা করে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। দীর্ঘদিন বেতন না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন আউটসোর্সিংয়ে নিয়োগপ্রাপ্ত কর্মীদের।d