অনলাইন ডেস্কঃ ধীরে ধীরে কাজে ফিরতে শুরু করেছেন চীনারা, তবে বিশ্ব জুড়ে ছড়াচ্ছে করোনা।
প্রথম করোনাভাইরাসে আক্রান্তের খবর জানিয়েছে সৌদি আরব, জর্ডান ও তিউনেশিয়া। এদিকে ভারতের দিল্লি ও তেলেঙ্গানায় আরো দুই জনের শরীরে করোনারভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা পাঁচজন। এছাড়াও সোমবার রাজস্থানে এক ইতালীয় পর্যটককে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
চীনের বাইরে অন্তত ১০টি দেশে মৃত্যুর ঘটনা ঘটেছে। ৫৮টি দেশে আক্রান্তের সংখ্যা ৮৮ হাজার ছাড়িয়েছে। তবে, ধীরে ধীরে কাজে ফিরতে শুরু করেছেন চীনারা।
কিছুটা কর্মচাঞ্চল্য দেখা গেছে সাংহাই ও বেইজিংয়ে। মাস্ক পরে কাজে ফিরছে মানুষ। করোনা আতঙ্কে এতোদিন বাসায় কাজ করেছেন অনেকে। তবে টানা ছুটিতে লোকসানের মুখে দেশটির বহু প্রতিষ্ঠান।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার তেহরানের একটি হাসপাতালে মারা গেছেন।
চীনের বাইরে ইতালিতেও গত ২৪ ঘণ্টায় ৫০ ভাগ বেড়েছে কোভিড আক্রান্তের সংখ্যা। দক্ষিণ কোরিয়ায় নতুন করে প্রায় ৫শ মানুষ আক্রান্ত হওয়ায়, আক্রান্ত চার হাজার ছাড়িয়েছে। দেশটিতে সব স্কুল ২৩শে মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
যুক্তরাজ্যে নতুন করে ১৩ জন কভিড-নাইন্টিন রোগী শনাক্ত করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে জরুরি বৈঠকের ডাক দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।
ফ্রান্সে জরুরি প্রয়োজন ছাড়া লোকজনকে বিদেশ সফরে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া কোভিড-১৯ ভাইরাস আতঙ্কে বন্ধ করে দেয়া হয়েছে ঐতিহাসিক লুভর মিউজিয়াম।
জাপানে ১২ জনের মৃত্যু আর প্রায় এক হাজার মানুষ আক্রান্ত হওয়ার জুলাইয়ে অলিম্পিক আয়োজন নিয়ে দেখা দিয়েছে সংশয়।