নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার দিল্লি সফর আপাতত স্থগিত করেছেন। চারদিনের সফরে সোমবার তার দিল্লি যাওয়ার কথা ছিল।
সফর স্থগিতের বিষয়ে শিরীন শারমিন চৌধুরী রবিবার গনমাধ্যমকে জানান, ভারতের লোকসভার নতুন স্পিকার ও রাজ্যসভার স্পিকারের আমন্ত্রণে তার ভারত সফরে যাওয়ার কথা ছিল। তবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে গঠিত জাতীয় কমিটির সঙ্গে সংসদ সবিচালয়ের কিছু বাড়তি দায়িত্ব পড়ায় দিল্লি সফর স্থগিত করতে হয়েছে।
এছাড়া বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ১৯ মার্চ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বড় অনুষ্ঠান এবং ২২ ও ২৩ মার্চ সংসদের বিশেষ অধিবেশন রয়েছে। সব মিলিয়ে ২৬ মার্চের পরে দিল্লী সফরে যাবেন বলে আশা করছেন স্পিকার।
সফর স্থগিতের বিষয়ে শিরীন শারমিন চৌধুরী রবিবার গনমাধ্যমকে জানান, ভারতের লোকসভার নতুন স্পিকার ও রাজ্যসভার স্পিকারের আমন্ত্রণে তার ভারত সফরে যাওয়ার কথা ছিল। তবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে গঠিত জাতীয় কমিটির সঙ্গে সংসদ সবিচালয়ের কিছু বাড়তি দায়িত্ব পড়ায় দিল্লি সফর স্থগিত করতে হয়েছে।
এছাড়া বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ১৯ মার্চ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বড় অনুষ্ঠান এবং ২২ ও ২৩ মার্চ সংসদের বিশেষ অধিবেশন রয়েছে। সব মিলিয়ে ২৬ মার্চের পরে দিল্লী সফরে যাবেন বলে আশা করছেন স্পিকার।