রক্তক্ষরা-অগ্নিঝরা মার্চের প্রথম দিন আজ


নিউজ ডেস্কঃ রক্তক্ষরা-অগ্নিঝরা মার্চের প্রথম দিন আজ। রাজনৈতিক প্রেক্ষাপটে বাঙালির জীবনে নানা কারণে এ মাস অন্তর্নিহিত শক্তির উৎস।
শুরু হলো অগ্নিঝরা মার্চ। এ মাসেই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত সূচনা হয়েছিল। ২৫শে মার্চ গণহত্যা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল বীর বাঙালি।

১৯৭১ সালের ১লা মার্চ জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করায়, কার্যকর অসহযোগ আন্দোলন শুরু হয় পূর্ব পাকিস্তানে। মার্চের শুরুতেই স্বাধীনতার পথে এগিয়ে যায় বাঙালি।  

পাকিস্তানি শাসক শ্রেণির বিরুদ্ধে সভা, সমাবেশ-হরতাল-অবরোধ চললেও মানুষ অপেক্ষায় ছিলো ৭ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর জনসভার।  লাখো জনতার রুদ্ধশ্বাস অপেক্ষার অবসান ঘটান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার ভাষণের মধ্য দিয়ে বাঙালি পায় মুক্তিযুদ্ধের নির্দেশনা।

২৫শে মার্চ রাতে অতর্কিতে নিরিহ বাঙালীর ওপর ইতিহাসের ভয়াবহ গণহত্যা চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। ২৬শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার পরপরই সারা দেশে শুরু হয় প্রতিরোধ যুদ্ধ।  

নয় মাসের যুদ্ধে ৩০ লাখ শহীদের জীবন, আর লাখো নারীর সম্ভ্রমের বিনিময়ে বিজয় আসে বাঙালির।  বিশ্ব মানচিত্রে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ।

Post a Comment

Previous Post Next Post