লিপ ইয়ারের দিনে টয়া-শাওনের বিয়ে


বিনোদন ডেস্ক: বিয়ে করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মুমতাহিনা টয়া। বর ছোট পর্দার আরেক অভিনেতা শাওন। ২৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় মিরপুরের ডিওএইচএস'র একটি রেস্টুরেন্টে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়।

জানা যায়, গত জানুয়ারি ২৮ তারিখ শাওনের জন্মদিনে হয় বাগদান। টয়া জানালেন, লিপ ইয়ারের দিনটিকে স্মরণীয় করে রাখতেই এই দিনে বিয়ে করেছেন তারা।

প্রসঙ্গত, গত বছর কোরবানির ঈদে একটি শর্টফিল্মে কাজ করতে গিয়ে দুজনের মধ্যে বন্ধুত্ব হয়। সেই বন্ধুত্বই ধীরে ধীরে প্রেমে গড়ায়। আর শেষ পর্যন্ত বিয়ের কাজটাও সেরে ফেললেন তারা। এ বছরের ডিসেম্বরে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে বলে জানিয়েছেন টয়া।

Post a Comment

Previous Post Next Post