করোনার হুমকির মাত্রা বাড়াল বিশ্ব স্বাস্থ্য সংস্থা


অনলাইন ডেস্ক: করোনাভাইরাস প্রাদুর্ভাবকে সর্বোচ্চ সম্ভাব্য হুমকি হিসেবে ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি করোনার হুমকির মাত্রা বাড়িয়েছে। সংস্থাটির মহাপরিচালক টেড্রস আদান জেব্রেইয়াস ঘোষণা দিয়েছেন। এক টুইটারবার্তায় তিনি এই ঘোষণা দেন।

তিনি বলেন, আজ আমার ব্রিফিংয়ে আমি গণমাধ্যমকে বলেছি যে, বিশ্বব্যাপী এখন সিওভিআইডি ১৯ (করোনাভাইরাস)-এর সংক্রমণ এবং ‘এক্সপোজার’ ঝুঁকি বেড়েছে। এ বিষয়ে আমাদের মূল্যায়নকে একটি উচ্চ পর্যায়ে বৃদ্ধি করেছি। তিনি টুইটারবার্তায় বলেন, করোনাভাইরাস সম্পর্কে সাম্প্রতিক গবেষণার উপর ভিত্তি করে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। সূত্র: ১১২ ইউএ নিউজ।

Post a Comment

Previous Post Next Post