স্টাফ রিপোর্টারঃ
কুলাউড়া উপজেলা ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন (সিপিএ) এর উদ্যোগে ৫৪
দলের অংশগ্রহণে ক্রিকেট লীগের ফাইনাল খেলা ১৪ ফেব্রুয়ারী শুক্রবার নবীন
চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ।ফাইনাল খেলায়
কুলাউড়া ক্রিকেট একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় খালেদ খাঁন ক্রীড়া
চক্র। খেলা শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে সিপিএর সভাপতি কামরুল হাসান
বকসের সভাপতিত্বে ও টূর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক রবিউল আউয়াল
মিন্টুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন
কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ
সভাপতি একেএম শফি আহমেদ সলমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা
ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমেদ, সিপিএর সাধারণ
সম্পাদক রফি আহমেদ তানিম, সহ সভাপতি মোহাম্মদ আলী তরিক, প্রচার সম্পাদক
এবাদুল আলম সুলাব।
এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল বারী সোহেল, ইস্ট কোষ্ট ক্রিকেট একাডেমির টিম ম্যানেজার মাসুদ হোসেন, সিপিএর কোষাধ্যক্ষ সম্পাদক কাওছার বাবলু, সহ সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন শিপলু, সদস্য সুরমান আহমেদ, বেলায়েত হোসেন লাভলু, খন্দকার আলিম খালেদ আহমেদ সহ টূর্নামেন্ট পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ ।
অতিথিরা পুরস্কার তুলে দেন চ্যাম্পিয়ন খালেদ খান ক্রিড়া চক্র, রানার্স আপ কুলাউড়া ক্রিকেট একাডেমি, ম্যান অব দ্য টুর্নামেন্ট জনি লাল গোবিন্দ, ম্যান অফ দ্য ফাইনাল সুমন মালাকার, এ্যফোডস ফরহাদ মাহমুদ, সেরাফিল্ডার সুমন মালাকার, সেরা বোলার অমিত kD, সেরা কিপার আবিদ, সেরা ব্যাটসম্যান তানজিল।
এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল বারী সোহেল, ইস্ট কোষ্ট ক্রিকেট একাডেমির টিম ম্যানেজার মাসুদ হোসেন, সিপিএর কোষাধ্যক্ষ সম্পাদক কাওছার বাবলু, সহ সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন শিপলু, সদস্য সুরমান আহমেদ, বেলায়েত হোসেন লাভলু, খন্দকার আলিম খালেদ আহমেদ সহ টূর্নামেন্ট পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ ।
অতিথিরা পুরস্কার তুলে দেন চ্যাম্পিয়ন খালেদ খান ক্রিড়া চক্র, রানার্স আপ কুলাউড়া ক্রিকেট একাডেমি, ম্যান অব দ্য টুর্নামেন্ট জনি লাল গোবিন্দ, ম্যান অফ দ্য ফাইনাল সুমন মালাকার, এ্যফোডস ফরহাদ মাহমুদ, সেরাফিল্ডার সুমন মালাকার, সেরা বোলার অমিত kD, সেরা কিপার আবিদ, সেরা ব্যাটসম্যান তানজিল।
মিডিয়া
পাটনার হিসেবে ক্রেস্ট প্রধান করা হয় অনলাইন নিউজ পোর্টাল প্রিয়
কুলাউড়া ডটকম, 24 নিউজ.ডটকম, প্রিয় বাংলা ডটকম, সিলেট টু লন্ডন ফেসবুক
পেইজ । খেলা পরিচালক হিসেবে ২৩ জন আম্পায়ার, ৩ জন স্কোরার, ৩ জন
গ্রাউন্ডসম্যানকে সম্মাননা স্মারক প্রধান করা হয়।
খালেদ খান ক্রীড়া চক্র: ২১২/৪, ২০ ওভার, সুমন মালাকার ১২১(৬৫)*, মঞ্জু ২৯(১৮), শাহেদ ৩০(১৬), জনি লাল ২ উইকেট
ইস্ট কোষ্ট কুলাউড়া ক্রিকেট একাডেমি: ১৭২/৯, ২০ ওভার রানা ৫৫(২০), তানিম ২৬(১৮), ওয়াকিল ২৮(৩৪) সুমন ৩ উইকেট , অমিত ২ উইকেট
ম্যান অফ দ্যা ফাইনাল: সুমন মালাকার
টুর্নামেন্টের সেরা খেলোয়াড়:
সেরা ব্যাটসম্যান: তানজিল ৩৫০+ রান
সেরা বোলার: অমিত ১৬ উইকেট
সেরা ফিল্ডার: সুমন মালাকার
বেস্ট উইকেটকিপার: আবিদ
বেস্ট এফোর্ট: ফরহাদ
ম্যান অফ দ্যা টুর্নামেন্টে: জনি লাল ১৮৩ রান এবং ১৩ উইকেট
খালেদ খান ক্রীড়া চক্র: ২১২/৪, ২০ ওভার, সুমন মালাকার ১২১(৬৫)*, মঞ্জু ২৯(১৮), শাহেদ ৩০(১৬), জনি লাল ২ উইকেট
ইস্ট কোষ্ট কুলাউড়া ক্রিকেট একাডেমি: ১৭২/৯, ২০ ওভার রানা ৫৫(২০), তানিম ২৬(১৮), ওয়াকিল ২৮(৩৪) সুমন ৩ উইকেট , অমিত ২ উইকেট
ম্যান অফ দ্যা ফাইনাল: সুমন মালাকার
টুর্নামেন্টের সেরা খেলোয়াড়:
সেরা ব্যাটসম্যান: তানজিল ৩৫০+ রান
সেরা বোলার: অমিত ১৬ উইকেট
সেরা ফিল্ডার: সুমন মালাকার
বেস্ট উইকেটকিপার: আবিদ
বেস্ট এফোর্ট: ফরহাদ
ম্যান অফ দ্যা টুর্নামেন্টে: জনি লাল ১৮৩ রান এবং ১৩ উইকেট