হে বিবেক তুমি কোথায়?


হে বিবেক তুমি কোথায়?
  - শেখ হেলাল আহমদ

 

হে বিবেক!
তুমি কোথায়?
একবার এসে দেখো 
বস্ত্রহীন আমি এক হতভাগী নারী ।
কলংকের অধ্যায় রচনা হলো  এ জীবনে।
আজ আমায় নিয়ে অনেকেই হাসে ,
আমার ছবি ভিডিও সবার সাথে পরিচয় করিয়ে দেয়,
তা থেকে কেউ আনন্দ পায় ,কেউ আফসোস করে
কেউ আবার নীরবে ফরিয়াদ করে খোদার কাছে ,
কি দারুন তাদের সহানুভতি ।
যে নরপশু আমার ইজ্জত কেড়ে নিলো ,
সে ঘুরে বেড়ায় মাতৃকোলে ।
আর আমি মৃত্যুর সাথে লড়াই করছি ,
হায়রে বিবেক ।
আমার আর্তনাদে পাহাড় কাঁদে ,
আমার আর্তনাদে আসমান কাঁদে ।
আমার আর্তনাদে জমিন কাঁদে ,
আমার আর্তনাদে পশু পংখি কাঁদে ।
কিন্তু নিষ্ঠুর এ ধরায় মানুষের হৃদয় কাঁদে না ?
 যে নরপশু নির্মম ধর্ষণ করলো আমাকে ,
তাকে সবাই চিনে ,
কিন্তু তার বিচার করার মতো
কারো সাধ্য নেই ।
তার ছবি ভাইরাল হয় না
এ কেমন বিচার ,
আমি এই মাতৃকোলে জন্ম নিয়েছি ,
আমি কারো সন্তান । আমি কারো বোন ?
আমি কারো স্ত্রী হতে পারতাম ?
এ লজ্জা কাকে দেখাবো ,
আমি বাঁচতে চাইছিলাম ।
কিন্তু নরপশু আমাকে বাঁচতে দিলো না....

Post a Comment

Previous Post Next Post