বনানীর এফআর টাওয়ার ট্রাজেডি এবং আমাদের কুলাউড়া


কালাম রাসেলঃ কুলাউড়ার এমপি মহোদয়, উপজেলা চেয়ারম্যান মহোদয়, পৌরসভার মেয়র মহোদয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়ের দৃষ্টি আর্কশন করছি।

বনানীর এফআর টাওয়ার ট্রাজেডি এবং আমাদের কুলাউড়া শহরঃ মৌলভীবাজার জেলার অন্যতম সুন্দর ও মনোরম শহরের নাম কুলাউড়া। ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত শাহ কামালের পূণ্য ভূমি আমাদের কুলাউড়া শহর। বনানীতে গতকাল ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা। আগুনের লেলিহান শিখা কেঁড়ে নিল ২৫ টি তাজা প্রান।ক্লাস সিক্স এর বই এ পড়ে ছিলাম, প্রতিরোধের চাইতে প্রতিকার ভালো। 
আসুন কুলাউড়ার একটা সমস্যা নিয়ে কথা বলি, লেখার শুরুতে যাঁদের দৃষ্টি আকর্শন করলাম, উনারা চাইলে এসব সমস্যার প্রতিকার সম্ভব। প্রথমে মাননীয় পৌর মেয়র সাহেব কে প্রশ্ন করি, কুলাউড়া শহরের প্রতিটা ভবন কি বিল্ডিং কোড মেনে নির্মান করা হয়েছে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে কতোটা ভবনে অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে? সত্য কথা হল বেশির ভাগ ভবন গড়ে উঠেছে জায়গার মালিকের ইচ্ছা মতো। তাই নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা এমন কি বেশির ভাগ শপিং মলে নেই টয়লেটের ব্যবস্থা, নেই খাবারের বিশুদ্ধ পানি।
আল্লাহ না করুক, কুলাউড়া কি বনানীর এফআর টাওয়ার হতে চায়? অবশ্যই না। কতৃপক্ষ একটু সচেতন হলেই এমন বিপদ জনক পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব। আমরা কারো চোখে পানি দেখতে চাই না, কুলাউড়া ভরে থাকুক নির্মল ও অনাবিল আনন্দে। কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাথে আলোচনা স্বাপেক্ষে এসব সমস্যার সমাধানের জন্য অনুরোধ করছি।

লেখকঃ কালাম রাসেল, ব্যবসায়ী। কুলাউড়া। 
(লেখকের ফেসবুক টাইমলাইন থেকে সংগৃহীত)

Post a Comment

Previous Post Next Post