বিরোধী দলকে গঠনমূলক সমালোচনার আহ্বান প্রধানমন্ত্রীর


অনলাইন ডেস্কঃ গণতান্ত্রিক উপায়ে সরকারের গঠনমূলক সমালোচনা করতে বিরোধী দলীয় সংসদ সদস্যদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তিনি এ আহ্বান জানান। এর আগে দুপুর ৩টায় শুরু হয় একাদশ সংসদের উদ্বোধনী এই অধিবেশন।

শেখ হাসিনা বলেন, বিরোধী দলের নেতা এবং বিরোধী দলের সকলকে আমি এটুকু বলতে চাই যে গণতান্ত্রিক ধারায় সমালোচনা সবসময় গুরুত্বপূর্ণ। আমি এটুকু আশ্বাস দিতে পারি যে এই সমালোচনা আমাদের বিরোধী দলে যারা আছেন তারা যথাযথভাবে করতে পারবেন। এখানে আমরা কোন বাধা সৃষ্টি করব না। প্রধানমন্ত্রী বলেন, দেশে যাতে একটি শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করে সরকার সেজন্য কাজ করবে।
তিনি বলেন, জনগণ ভোট নিয়ে আমাদের নির্বাচিত করেছে। জনগণের ভোটে এই সংসদ প্রতিষ্ঠিত হয়েছে। যারা আমাদের ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করেছেন আমরা তাদের জন্য কাজ করব। প্রধানমন্ত্রী তার বক্তব্যে নব-নির্বাচিত স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরীকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীর বক্তব্যের পর শোক প্রস্তাব উপস্থাপন করেন স্পিকার।

Post a Comment

Previous Post Next Post