স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়া সফরে রয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। রোববার থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। তার আগে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমে ‘নো’ বলে ক্যাচ ধরে উদযাপন করে হাসির পাত্র হলেন ইমরান তাহির।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশ দলের বিপক্ষে (৫০ ওভারের খেলায়) প্রস্তুতি ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাটিংয়ে নেমে সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে ৪২ ওভারে ১৭৩ রানে অলআউট হয়দক্ষিণ আফ্রিকা।
টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের ষষ্ঠ ওভারে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান জস ফিলিপের অসাধারণ একটি ক্যাচ ধরেন লেগ স্পিনার ইমরান তাহির। ক্যাচ ধরার সঙ্গে সঙ্গে উদযাপন করেন দক্ষিণ আফ্রিকার এই অভিজ্ঞ স্পিনার। তিনি খেয়ালই করেননি, তার আগেই আম্পায়ার যে ‘নো’ বলের ইঙ্গিত দিয়েছেন।
ইমরান তাহিরের এমন উদযাপনে মাঠ এবং মাঠের বাইরে হাসির রোল পড়ে যায়।তাহিরের এমন কাণ্ড নিয়ে ধারাভাষ্যকাররাও মজা করেছেন।
প্রস্তুতি ম্যাচে ৩৬.৩ ওভারেই ৪ উইকেটের জয় নিশ্চিত করে জর্জ বেইলির নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন জস পিলিপ। এছাড়া ৫১ রান করেন বেইলি।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশ দলের বিপক্ষে (৫০ ওভারের খেলায়) প্রস্তুতি ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাটিংয়ে নেমে সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে ৪২ ওভারে ১৭৩ রানে অলআউট হয়দক্ষিণ আফ্রিকা।
টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের ষষ্ঠ ওভারে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান জস ফিলিপের অসাধারণ একটি ক্যাচ ধরেন লেগ স্পিনার ইমরান তাহির। ক্যাচ ধরার সঙ্গে সঙ্গে উদযাপন করেন দক্ষিণ আফ্রিকার এই অভিজ্ঞ স্পিনার। তিনি খেয়ালই করেননি, তার আগেই আম্পায়ার যে ‘নো’ বলের ইঙ্গিত দিয়েছেন।
ইমরান তাহিরের এমন উদযাপনে মাঠ এবং মাঠের বাইরে হাসির রোল পড়ে যায়।তাহিরের এমন কাণ্ড নিয়ে ধারাভাষ্যকাররাও মজা করেছেন।
প্রস্তুতি ম্যাচে ৩৬.৩ ওভারেই ৪ উইকেটের জয় নিশ্চিত করে জর্জ বেইলির নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন জস পিলিপ। এছাড়া ৫১ রান করেন বেইলি।