কুলাউড়ার ময়নুল ডুবাইয়ে দুর্ঘটনায় নিহত


স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া উপজেলার জয়চন্ডি ইউনিয়নের ময়নুল ইসলাম নামে (৩০) এক যুবক গত ২২ অক্টোবর ডুবাইয়ে দুর্ঘটনায় নিহত হয়েছে। নিহত ময়নুল ইউনিয়নের কুটাগাও গ্রামের আখলাছ মিয়া ও হোসনা বেগমের ছেলে। চার সন্তানের মধ্যে দ্বিতীয় ময়নুল পরিবারের যোগান যোগাতে পাড়ি জমান প্রবাসে, পরিবারে সেই স্বপ্ন মিশে গেছে চোখের জলে। 
ময়নুলের বড়বোন পারভিন বেগম  জানান, ময়নুল সেখানে একটি কনস্ট্রাকশন কোম্পানির অধীনে পেইন্টের কাজ করতেন। কাজ চলাকালীন সময়ে উপর থেকে একটি রংয়ের কন্টেইনার তার উপরে পড়ে গেলে সে আহত হয় এবং মৃত্যুবরন করে, আগামী মঙ্গল বার তার লাশ দেশে আসার কথা রয়েছে। সে একমাস পর দেশে এসে বিয়ে করার জন্য প্রায় সব কেনাকাটা সম্পন্ন করেছিলো।

Post a Comment

Previous Post Next Post