কুলাউড়ায় দুই শতাধিক মানুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ

 
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নে সামাজিক সংগঠন ‘বন্ধু দারিদ্র তহবিল- ন’মৌজা’ এর উদ্যোগে প্রায় দুই শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (২০ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে শরীফপুর আমতলা বাজার সংলগ্ন একটি সরকারী প্রাথমিক বিদ্যালয় সম্মুখে এই ঈদ খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়। এর আগে একটি সংক্ষিপ্ত আলোচনা সভায় বন্ধু দারিদ্র তহবিল সংগঠনের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. নায়িমুল হক এর সঞ্চালনায় এবং তহবিল এর পরিচালনা কমিটির সদস্য প্রবাসী মো. সরওয়ার আহমদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন সিলেট শাখার সভাপতি ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ সিলেট শাখার আহ্বায়ক অধ্যাপক ডা. রুকন উদ্দিন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মখদ্দছ আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আব্দুল মতলিব, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হোসেন মনসুর আহমদ, হাজিপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক লালনুর রহমান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. রুকন উদ্দিন বলেন, বিগত কয়েক মাসের বন্যায় শরীফপুর-সহ অত্র অঞ্চলের মানুষ অনেক কষ্টে দিনাতিপাত করেছিলেন। ওই সময় বর্তমান প্রধানমন্ত্রী মিডিয়ার মাধ্যমে খবর পেয়ে এখানকার মানুষের জন্য কয়েক ‘শ মেট্রিক টন চাল ও নগদ অর্থ বরাদ্দ এবং বন্যা পরবর্তীতে পূর্নবাসনের উদ্দেশ্যে টিন বিতরণ করার ব্যবস্থা করেন। এছাড়াও স্থানীয়ভাবে বিভিন্ন সংগঠন, এনজিও, প্রবাসী সাহায্য নিয়ে স্থানীয় মানুষ আপনাদের পাশে ছিলো। তাই বন্যাকবলিত মানুষ কোন বিপদ ছাড়াই ওই দুঃসময় পার করতে পেরেছিলো। আজও সরকারের পাশাপাশি এখানকার মানুষ আপনাদের পাশে আছে। তারা দুঃখের দিনে যেমন সাহায্য নিয়ে এগিয়ে আসে, ঈদের আনন্দ ভাগাভাগি করতেও আপনাদের পাশে এসে দাড়িয়েছে। আমি স্থানীয় যুব সমাজকে ধন্যবাদ জানাই এরকম একটি কর্মসূচি পালন করার জন্য। উল্লেখ্য, এতিম, অসহায়, গরীব ও দরিদ্র শিক্ষার্থীদেরসাহায্যের উদ্দেশ্যে শরীফপুর ইউনিয়নের তেলিবিল উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ‘১৯৯৬ এর শিক্ষার্থীরা একত্রিত হয়ে ‘বন্ধু দারিদ্র তহবিল ২০১৭ইং ন’মৌজা’ গঠন করেন।

Post a Comment

Previous Post Next Post