রসিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনষ্ঠিত

 
হিফজুর রহমান তুহিনঃ "তোমরা আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি দেব" নেপোলিয়নের সেই স্মরণীয় উক্তিকে সামনে রেখে মা সমাবেশ করেছে কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের রসিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। (৩০ আগস্ট) বৃহস্পতিবার সকালে অধ্যয়নরত সকল শিক্ষার্থীর মা'দের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
ছাত্রছাত্রীর আদর্শ জীবন গড়তে শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের মাঝে মুক্ত আলোচনা হয়। এসময় কয়েকশ শিক্ষার্থীর মা তাদের সন্তানদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার কথা বলেন বক্তারা।বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সায়েখ আহমদ এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক নুরুল ইসলাম (হারুন) এর পরিচালনায় বক্তব্যে মা-সমাবেশের গুরুত্ব ও আদর্শ শিক্ষার্থী হওয়ার ধাপগুলো আলোচনা করেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক বানীপদ চক্রবর্তী। এ সময় বক্তব্যতে কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক দৈনিক বাংলাদেশ সমাচারের হিফজুর রহমান তুহিন বলেন, একজন শিক্ষিত মা যেমন শিক্ষিত জাতি দিতে উপহার দিতে পারে তেমনি একটি পারিবারিক শিক্ষালয় একজন মানুষকে আদর্শ শিক্ষা দিতে পারে পরিবারই হচ্ছে শিশুদের প্রাথমিক শিক্ষা কেন্দ্র পারিবারিক হতে নৈতিক শিক্ষা শিশুরা পরিবার থেকেই পেয়ে থাকে। একজন শিশু জন্মের পর থেকে কিশোর পর্যন্ত দীর্ঘ সময় পার করে মায়ের স্নহের সাথে। অতএব আদর্শ শিক্ষার্থী গড়তে মায়েদের ভূমিকা অপরিহার্য। অসৎ সঙ্গে শিক্ষার্থীরা অনেক সময় পড়ালেখা থেকে ঝরে পড়ে। লেখাপড়া থেকে ঝরেপড়া রোধে নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো, বাড়িতে পড়ার পরিবেশ নিশ্চিত করা, বন্ধু নির্বাচনে সতর্ক থাকা ও মোবাইল ফোন হতে দুরে রাখার আহবান জানান অভিবাবকদের। বিদ্যালয়ের সহ সভাপতি জিল্লুর রহমান বক্তব্যতে মেয়েদের বাল্যবিবাহ থেকে বিরত রাখতে নানা পরামর্শ ও ক্ষতিকারক দিকগুলো তুলে ধরেন। ছাত্র ছাত্রীদের সন্ধ্যা পর পরই টেবিলে বসে থাকা বাবা-মায়ের সাথে সন্তানের সম্পর্ক থাকবে বন্ধুর মতো।বক্ত রাখেন সহকারী শিক্ষক সবিতা রানী দেবি,জাকের আক্তার উনারা বলেন ভ্রান্ত পথে যাওয়ার আগেই যেন বাবা-মা বুঝতে পারে তার গতিপথ।সন্তানদের সব কাজে উগ্র হয়ে বাঁধা দিয়ে সব কাজে হ্যা বলার পরামর্শ পরবর্তীতে ক্ষতিকারক দিক তুলে ধরলে শিশুরা নিজ থেকে ওই কাজ থেকে সড়ে দাড়াবে।অনুষ্টান শেষ মহূর্তে সভাপতির বক্তব্যতে বলেন দেশে পর্যাপ্ত কাজের সুযোগ রয়েছে,বরং কাজ দেয়ার মতো মেধাবীদের খুঁজে পাওয়া যায় না। এ বিষয়ে তিনি আরো বলেন, পড়ালেখা করলেই চাকরি করতে হবে ঠিক না। পড়া লেখা জ্ঞান অর্জনের জন্য।আর জ্ঞান অর্জন হলে সে যে কোনভাবে উপার্জন করতে পারবে। প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা দিলেই পাশ এ কথার ভিত্তি নেই উল্লেখ করে তিনি বলেন, সরকার এ ব্যাপারে সজাগ।এগুলো প্রতিরোধে নানা পদক্ষেপ গ্রহণ করছে। সম্প্রতি জেএসসি ও পিএসসি পরীক্ষার ফলাফল প্রমাণ করছে সরকার এখন সজাগ। সন্তানের গতিপথ লক্ষ্য রাখতে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে অভিভাবকদের যোগাযোগ বাড়ানোরও পরামর্শ দেন।আলোচনার মাঝে অভিভাবকদের পক্ষ থেকেও গঠনমূলক পরামর্শ তুলে ধরা হয়।

Post a Comment

Previous Post Next Post