হৃদরোগের লক্ষণ

হৃদরোগের লক্ষণ


অনলাইন ডেস্কঃ হৃদরোগ এক নীরব ঘাতক। আগে ধারণা করা হতো হৃদরোগ কেবল বার্ধক্যকালের অসুখ। কিন্তু আজকাল শিশু থেকে শুরু করে প্রায় সব বয়সের মানুষের মধ্যে হৃদরোগে আক্রান্ত হওয়ার হার বেড়েই চলেছে।
অনেকেই হৃদরোগের লক্ষণগুলো জানেন না এবং বুঝতে পারেন না। তাই বিশ্বে প্রতি বছর শুধু সচেতনতার অভাবে হৃদরোগ আক্রান্ত হয়ে প্রচুর মানুষ মারা যায়।

নিয়মিত শরীরচর্চার অভাব, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নাগরিক জীবন, ধূমপান ইত্যাদি কারণ হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে তোলে। তাই হৃদরোগের ঝুঁকি থেকে বেঁচে থাকতে অবশ্যই এই কারণগুলো থেকে দূরে থাকা উচিত।

এছাড়া হৃদরোগের লক্ষণগুলো সম্পর্কে জ্ঞান থাকলে অনেকাংশে কমে যায় হৃদরোগে মৃত্যুর ঝুঁকি। হৃদরোগের উপসর্গগুলো হলো-বুকে ব্যথা বা অস্বস্তি, শ্বাসকষ্ট, পেটের উপরিভাগের মাঝখানে ব্যথা, বাম হাত ও চোয়ালে ব্যথা অনুভব করা, মাথা ঘোরানো, শরীরের উপরের অংশ যেমন-পিঠ, কাঁধ, ঘাড় ইত্যাদি স্থানে ব্যথা কিংবা অস্বস্তি থাকা ইত্যাদি।
এসকল লক্ষণ অনুভূত হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এতে করে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুহার কমিয়ে আনা সম্ভব।

লেখক: ত্বক, লেজার এন্ড এসথেটিক বিশেষজ্ঞ

Post a Comment

Previous Post Next Post