গরীবের ডাক্তাররা রাজপথে



বিশেষ প্রতিনিধি: চাকুরী জাতীয়করনের দাবীতে ২০ জানুয়ারি থেকে রাস্তায় নেমেছে গরীবের ডাক্তার নামে খ্যাত কমিউনিটি ক্লনিকে কর্মরত সিএইচসিপিরা।  দাবী আদায় না হওয়ায় ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে ঢাকা প্রেসক্লাবের সামনে আমরণ অনশন কর্মসূচী শুরু করেছেন সিএইচসিপিরা। এতে করে দেশের সবকটি কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সেবা কার্যক্রমে শঙ্কা দেখা দিয়েছে। 

চাকুরী জাতীয়করনের দাবীতে কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার (সিএইচসিপিরা) কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে টানা ১২ দিন থেকে কর্মবিরতিতে রয়েছেন। 

জানা যায়, সিএইচসিপিরা কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে  ২০ জানুয়ারী থেকে ক্লিনিকের কার্যক্রম বন্ধ রেখে জেলার প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান নেন। ২৩-২৪ জানুয়ারী সকাল ৯টা থেকে তিনটা পর্যন্ত জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি হিসেবে আন্দোলন করেছেন সিএইচসিপিরা। ২৭ জানুয়ারী থেকে ৩১ জানুয়ারী পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচী পালন করেন সিএইচসিপিরা। 
আন্দোলনরত সিএইচসিপি সুত্রে জানা যায়, ৩১ জানুয়ারী বুধবার  স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিমের সাথে বৈঠকে বসেন আন্দলনরত সিএইচসিপিদের নেতৃবৃন্দরা। বৈঠকে সরকারের পক্ষ থেকে তাদের দাবি না মানায় অনশন এ নেমেছেন সিএইচসিপিরা।

কেন্দ্রীয় সদস্য হাফিজা পারবিন সাফা, জোবায়দা জবা, আছিয়া আফরিন জানান ‘আমরা ন্যায্য দাবির জন্য অবস্থান কর্মসুচি করেছি; কিন্তু সরকার আমাদের দাবি মেনে না নেওয়ায় আমরা অনশনে যেতে বাধ্য হয়েছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা প্রেসক্লাবের সামনে থেকে যাব না।’

সিএইচসিপি এসোসিয়েশন এর কেন্দ্রীয় সদস্য ও সিলেট বিভাগীয় সিএইচসিপি এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক একেএম জাবের বলেন, সারা দেশে ১৩ হাজার ৪৪২টি ক্লিনিক চালু আছে। আমরা সপ্তাহে ছয় দিন প্রতিটি ক্লিনিকে দৈনিক ৪০ থেকে ৫০ জন মানুষকে স্বাস্থ্যসেবা দিয়ে থাকি। সেই হিসাবে দৈনিক পাঁচ লাখের বেশি গ্রামীণ মানুষ এসব ক্লিনিকে প্রাথমিক স্বাস্থ্যসেবা পেয়ে থেকে। আমাদের অবস্থানের কর্মসূচির কারণে এখন ৫ লাখের বেশি গ্রামীণ মানুষ এ সেবা থেবে বঞ্চিত হচ্ছে। তাই সরকারের কাছে আকুল আবেদন এ সব গ্রামীণ মানুষদের স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করবেন না। আমাদের চাকরি জাতীয়করণ করে পুনরায় সেবা করার সুযোগ দিন।

উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি  সিএইচসিপি এসোসিয়েশন এর কেন্দ্রীয় আহবায়ক শহিদুল ইসলাম ও প্রধান উপদেষ্টা কামাল সরকার ঢাকা রিপোটার্স ইউনিটে সাংবাদিক সম্মেলনে চাকুরি জাতীয়করণের জন্য কর্মবিরতি, অবস্থানসহ বিভিন্ন কর্মসূচির ঘোষনা দেন।

Post a Comment

Previous Post Next Post