কমলগঞ্জ প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বৃন্দাবনপুর সুষমা মার্কেট সংলগ্ন মাঠে আমরা "ক" জন' কর্তৃক আয়োজিত টু নাইট ব্যাটমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
(৩ ফেব্রুয়ারি) শনিবার, রাত ৮ টায় স্বপন দেবনাথ সভাপতিত্বে ও জিল্লুর রহমানের পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং পতনঊষার ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান ও বর্তমান ইউপি সদস্য রিপন ইসলাম ময়নুল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পতনউষার ইউনিয়নে ইউপি সদস্য সায়েক আহমেদ, আফরুজ আহমেদ, লেখক সাংবাদিক হিফজুর রহমান তুহিন, ব্যবসায়ি শফিকুর রহমান রতন, ক্রীড়ানুরাগী মসুদ আহমেদ, আসকন আলী, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রুমেল আহমেদ রিফাত, তাজুল ইসলাম, কদ্দুছ মিয়া, জয় বাংলা পরিষদের ইমন আহমেদসহ আমরা "ক" জন ব্যাটমেন্টন পরিচালানা কমিঠির সদস্যবৃন্দ।
খেলা শেষে চ্যাম্পিয়ান গ্রুপের হাতে প্রাইজমানি ও ট্রফি তুলে দেন প্রধান অথিতি ও বিশেষ অতিথিবৃন্দ। রেফারী দায়িত্ব পালন করেন জিল্লুর রহমান।