কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন উদয়ন সংঘ (কুমড়াকাপন) কর্তৃক অনুষ্ঠিত ১ম বারের মতো মেধাবৃত্তি পরীক্ষার ফল প্রকাশ। পরীক্ষায় ৩য়,৪র্থ ও ৫ম শ্রেণির ৩১০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেধা বৃত্তির এ পরীক্ষায় ৩য় শ্রেণির ১০জন, ৪র্থ শ্রেণির ১০ জন ও ৫ম শ্রেণির ১০ জন বৃত্তি লাভ করে।
৬ জানুয়ারি ২০১৮ ইং শনিবার দুপুর ১২ঘটিকায় কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধাবৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা পৌর কাউন্সিলর মো: আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে এ ফলাফল ঘোষণা করেন।
মেধাবৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির হল সুপার কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো:তাজউদ্দিন আহমেদের সভাপত্বিতে ও কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনজুর আহমেদ মান্নার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছালেহা মাহমুদ, সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক অজিৎ কুমার সিনহা, কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিটিএ সভাপতি হাজী কামাল, ছাদির মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক মনির মিয়া, উপজেলা পরিষদ কেজি স্কুলের সহকারী শিক্ষক শুয়েব আহমদ, কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকা , উদয়ন সংঘের সদস্য এবং শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ প্রমুখ।
উদয়ন সংঘ কুমড়াকাপন কর্তৃক ১ম মেধাবৃত্তি পরীক্ষা ২০১৭ এর প্রকাশিত ফলাফলে ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণিতে মোট ৩০ জন শিক্ষার্থী বিভিন্ন গ্রেডে বৃত্তি পেয়েছে।
৩য় শ্রেণিতে বিভিন্ন গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হল: শিক্ষার্থীরা হল: অর্পিতা কর মিলা (মেধাবৃত্তি ১ম স্হান)আম্বিয়া কেজি স্কুল,তাসমিনা জান্নাত(২য় স্হান)কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,তাছনিয়া তাবাসসুম (৩য় স্হান)কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়, মনজুরুল ইসলাম (৪র্থ স্হান)কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,শুভ দেবনাথ(৫ম স্হান)ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়,অনুরাধা কর দুলা (৬ষ্ঠ স্হান)আম্বিয়া কেজি স্কুল,সানজিদা সুলতানা মিশু (৭ম স্হান) উপজেলা পরিষদ কেজি স্কুল,নার্গিস আক্তার নাদিরা (৮ম স্হান) রামপাশা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়,ইসরাত জাহান মীম (৯ম স্হান)আলেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,আজহার চৌধুরী (১০ স্হান) উপজেলা পরিষদ কেজি স্কুল।
৪র্থ শ্রেণিতে বিভিন্ন গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হল: বিক্রজীৎ পাল (১ম স্হান)কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়, শৈবাল রায় (২য় স্হান)আম্বিয়া কেজি স্কুল, মাসুদুল ইসলাম আদনান (৩য় স্হান) কুমড়াকাপন সরকারি বিদ্যালয়,নিয়ামুল হক সিয়াম(৪র্থ স্হান) আম্বিয়া কেজি স্কুল,শিবা সনহা (৫ম স্হান)কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,শ্রাবনী পাল (৬ষ্ঠ স্হান)করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,তাকিয়া জান্নাত তাবাসসুম (৭ম স্হান)রামপাশা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়,সানজিদা ইয়াছমিন সাদিয়া (৮ম স্হান)উপজেলা পরিষদ কেজি স্কুল,উসমান গনি(৯ম স্হান)সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসা,মুনতাসির রশিদ(১০স্হান)আলেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৫ম শ্রেণিতে বিভিন্ন গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো: আবু তালহা রুহান (১ম স্হান) কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়,সাফওয়াত জান্নাত লাবিবা (২য় স্হান) কমলগঞ্জ আইডিয়াল কেজি এন্ড হাই স্কুল,সাকের আহমদ (৩য় স্হান) উপজেলা পরিষদ কেজি স্কুল,হৃদয় আহমেদ তুহিন (৪র্থ স্হান)আম্বিয়া কেজি স্কুল,রায়হান ইসলাম রনি(৫ম স্হান)কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,সাইদা আক্তার (৬ষ্ঠ স্হান)কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়,মেহেদি হাসান(৭ম স্হান) কমলগঞ্জ আইডিয়াল কেজি এন্ড হাই স্কুল,জয়দ্বীপ শর্মা(৮ম স্হান)কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,সোহান আহমদ ছানী(৯ম স্হান)কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়,মো:আরমান হোসেন (১০স্হান)সফাত আলী সিনিয়র ফাযিল মাদ্রাসা।
উল্লেখ্য,উদয়ন সংঘ কুমড়াকাপনের অধীনে গত ১ ডিসেম্বর ১ম বারের মতো মেধাবৃত্তি পরীক্ষা-২০১৭ সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এ বৃত্তি পরীক্ষায় কমলগঞ্জ পৌরসভার ১০ টি প্রাথমিক বিদ্যালয় ৩ টি কেজি স্কুল ও ১ টি মাদ্রাসার মোট ৩১০ জন শিক্ষার্থী অংশ নেয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী এক মাসের মধ্যে অনুষ্ঠিত হবে। প্রতি শ্রেণিতে মেধা তালিকায় ১ম হইতে ১০ স্থান অর্জনকারী শিক্ষার্থীকে ক্রেষ্ট, সনদপত্র ও বৃত্তি প্রদান করা হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন মেধাবৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক, মো:আতিকুর রহমান।
৬ জানুয়ারি ২০১৮ ইং শনিবার দুপুর ১২ঘটিকায় কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধাবৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা পৌর কাউন্সিলর মো: আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে এ ফলাফল ঘোষণা করেন।
মেধাবৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির হল সুপার কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো:তাজউদ্দিন আহমেদের সভাপত্বিতে ও কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনজুর আহমেদ মান্নার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছালেহা মাহমুদ, সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক অজিৎ কুমার সিনহা, কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিটিএ সভাপতি হাজী কামাল, ছাদির মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক মনির মিয়া, উপজেলা পরিষদ কেজি স্কুলের সহকারী শিক্ষক শুয়েব আহমদ, কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকা , উদয়ন সংঘের সদস্য এবং শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ প্রমুখ।
উদয়ন সংঘ কুমড়াকাপন কর্তৃক ১ম মেধাবৃত্তি পরীক্ষা ২০১৭ এর প্রকাশিত ফলাফলে ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণিতে মোট ৩০ জন শিক্ষার্থী বিভিন্ন গ্রেডে বৃত্তি পেয়েছে।
৩য় শ্রেণিতে বিভিন্ন গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হল: শিক্ষার্থীরা হল: অর্পিতা কর মিলা (মেধাবৃত্তি ১ম স্হান)আম্বিয়া কেজি স্কুল,তাসমিনা জান্নাত(২য় স্হান)কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,তাছনিয়া তাবাসসুম (৩য় স্হান)কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়, মনজুরুল ইসলাম (৪র্থ স্হান)কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,শুভ দেবনাথ(৫ম স্হান)ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়,অনুরাধা কর দুলা (৬ষ্ঠ স্হান)আম্বিয়া কেজি স্কুল,সানজিদা সুলতানা মিশু (৭ম স্হান) উপজেলা পরিষদ কেজি স্কুল,নার্গিস আক্তার নাদিরা (৮ম স্হান) রামপাশা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়,ইসরাত জাহান মীম (৯ম স্হান)আলেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,আজহার চৌধুরী (১০ স্হান) উপজেলা পরিষদ কেজি স্কুল।
৪র্থ শ্রেণিতে বিভিন্ন গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হল: বিক্রজীৎ পাল (১ম স্হান)কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়, শৈবাল রায় (২য় স্হান)আম্বিয়া কেজি স্কুল, মাসুদুল ইসলাম আদনান (৩য় স্হান) কুমড়াকাপন সরকারি বিদ্যালয়,নিয়ামুল হক সিয়াম(৪র্থ স্হান) আম্বিয়া কেজি স্কুল,শিবা সনহা (৫ম স্হান)কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,শ্রাবনী পাল (৬ষ্ঠ স্হান)করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,তাকিয়া জান্নাত তাবাসসুম (৭ম স্হান)রামপাশা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়,সানজিদা ইয়াছমিন সাদিয়া (৮ম স্হান)উপজেলা পরিষদ কেজি স্কুল,উসমান গনি(৯ম স্হান)সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসা,মুনতাসির রশিদ(১০স্হান)আলেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৫ম শ্রেণিতে বিভিন্ন গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো: আবু তালহা রুহান (১ম স্হান) কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়,সাফওয়াত জান্নাত লাবিবা (২য় স্হান) কমলগঞ্জ আইডিয়াল কেজি এন্ড হাই স্কুল,সাকের আহমদ (৩য় স্হান) উপজেলা পরিষদ কেজি স্কুল,হৃদয় আহমেদ তুহিন (৪র্থ স্হান)আম্বিয়া কেজি স্কুল,রায়হান ইসলাম রনি(৫ম স্হান)কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,সাইদা আক্তার (৬ষ্ঠ স্হান)কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়,মেহেদি হাসান(৭ম স্হান) কমলগঞ্জ আইডিয়াল কেজি এন্ড হাই স্কুল,জয়দ্বীপ শর্মা(৮ম স্হান)কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,সোহান আহমদ ছানী(৯ম স্হান)কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়,মো:আরমান হোসেন (১০স্হান)সফাত আলী সিনিয়র ফাযিল মাদ্রাসা।
উল্লেখ্য,উদয়ন সংঘ কুমড়াকাপনের অধীনে গত ১ ডিসেম্বর ১ম বারের মতো মেধাবৃত্তি পরীক্ষা-২০১৭ সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এ বৃত্তি পরীক্ষায় কমলগঞ্জ পৌরসভার ১০ টি প্রাথমিক বিদ্যালয় ৩ টি কেজি স্কুল ও ১ টি মাদ্রাসার মোট ৩১০ জন শিক্ষার্থী অংশ নেয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী এক মাসের মধ্যে অনুষ্ঠিত হবে। প্রতি শ্রেণিতে মেধা তালিকায় ১ম হইতে ১০ স্থান অর্জনকারী শিক্ষার্থীকে ক্রেষ্ট, সনদপত্র ও বৃত্তি প্রদান করা হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন মেধাবৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক, মো:আতিকুর রহমান।