বিরক্ত লাগায় জরুরি দরজা খুলে বিমানের ডানায় বসার চেষ্টা!

বিরক্ত লাগায় জরুরি দরজা খুলে বিমানের ডানায় বসার চেষ্টা!

অনলাইন ডেস্কঃ গন্তব্যে পৌঁছাতে ঢের দেরি। বসে বসে অধৈর্য হয়ে উঠছিলেন এক যাত্রী। মনে হচ্ছিল হাঁপানি শুরু হবে। তাই জরুরি দরজা খুলে বিমানের ডানায় বসার চেষ্টা করেছিলেন।

এজন্য রোমুএলড গ্রাচেজিক (৫৭) নামের ওই যাত্রীকে ৪০ হাজার ব্রিটিশ পাউন্ড জরিমানা করা হয়েছে। আয়ারল্যান্ডের বিমান সংস্থা রায়ানএয়ারের একটি ফ্লাইট স্পেনের মালাগা যাওয়ার পথে এ ঘটনা ঘটেছে।

জরিমানা করলেও পরে জানা গেছে ওই ব্যক্তি গৃহহীন। তার ওই পরিমাণ অর্থ পরিশোধের সামর্থ্য নেই। তার কাছে জমা কোনো অর্থও নেই। সূত্র : গার্ডিয়ান, টেলিগ্রাফ

Post a Comment

Previous Post Next Post