গোলাপগঞ্জে মাঘের শুরুতেই রথমেলায় উৎসবের আমেজ"

গোলাপগঞ্জে মাঘের শুরুতেই রথমেলায় উৎসবের আমেজ"
ছাদিকুর রহমান : সিলেটের গোলাপগঞ্জ উপজেলার  ৭নং লক্ষণাবন্দ ইউনিয়নের ঐতিহ্যবাহী ফুলশাইন্দ গ্রামে প্রতি বছরের মতো এই বছরও ১ দিন ব্যাপী এক বিশাল রথ মেলার আয়োজন করা হয়েছে।

বাঙালি জাতি  হচ্ছে সৌখিন জাতি। এ যেন আমাদের প্রাণের উৎসব। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রতির দেশ এর উদাহরণ হচ্ছে রথ মেলা। ধর্ম বর্ণ দল মত নির্বিষেশে মেলায় হাজারো মানুষেরর ঢল নামে । মেলার  আয়োজন ছিলো বেশ জাকযমক পূর্ণ। মেলায় ছিল সব ব্যতিক্রমধর্মী   আয়োজন মধ্যে সবচেয়ে ব্যতিক্রম ছিলো মাছের মেলা,সেখানে নানা ধরনের ছোট বড় দেশি বিদেশি মাছ।এখানে ছিল বড় বড় রুই, কাতলা,বৌয়াল,চিতল,বাগ মাছ নাম না জানা হরেকধরনের মাছ।মাছের দাম বেশি হলেও কমচে না ক্রেতাদের বিড়। মেলায় আরো বাহারি ধরনের জিনিসের সমাহার রয়েছে এর মধ্যে ছিল নাগরদোলা, মাটির হাঁড়ি পাতিল, পুতুল, খেলনা সহ ছিল মনকাড়া  সব জিনিস ।মেলায় রয়েছে বাঙালির সব না ঐতিহ্যবাহী খাবার ছিলো এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে খই,তিলু, চটপটি,রসোগুল্লা,স্বন্দেশ।এছাড়াও বাঙালির জাতীয় খেলা সহ বেশ কয়েক জাতের আঞ্চলিক খেলাধূলা। সব মিলিয়ে মেলাটি ছিল বাঙালির জাতীয়তাবাদের বহিঃপ্রকাশ ঘটেছে এই মেলায়।

Post a Comment

Previous Post Next Post