গাছবাড়ীতে শহীদ জিয়া ব্যাটমিন্টন টুর্নামেন্টের উদ্ভোধন


গাছবাড়ীতে শহীদ জিয়া ব্যাটমিন্টন টুর্নামেন্টের  উদ্ভোধন

জিয়াউর রহমান,কানাইঘাট,প্রতিনিধি: মন, খেলাধুলা প্রয়োজন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গত (৫ জানুয়ারী )  শুক্রবার  রাত ৮ ঘটিকার সময় উদ্ভোধনী ম্যাচ অনুষ্টিত হয় , গাছবাড়ী  JSD স্পটিং ক্লাব এ টুনামেন্ট আয়োজন করে  গাছবাড়ী চৌমুহনী  মাঠে  রাত ৮ ঘটিকার সময় উদ্ভোধনী ম্যাচ অনুষ্টিত হয়  এতে  বিশিষ্ট ব্যবসায়ী রইছ উদ্দিনের সভাপতিত্ব করেন ও ফাহাদ রেজার  সঞ্চালনায় উদ্ভোধক সাচনা করা হয় এতে  প্রাধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন  ৮ নং  ঝিংগাড়ী ইউ পি চেয়ারম্যান  জনাব আব্বাস উদ্দিন আব্বাস বিশেষ  অথিতি হিসাবে উপস্তিত ছিলেন কানাইঘাট সরকারী কলেজের সাবেক সাংঙ্গঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক জনাব হেলাল আহমদ ও  ৭নং দক্ষিন বাণীগ্রাম ইউ/পি ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান দুবাই বিএনপি নেতা জনাব মহি উদ্দীন মাহি  জনাব আব্দুল্লাহ অধিনায়ক  সিলেট জেলা ভলিবল ক্লাব,জনাব দেলওয়ার হোসেন সদস্য সিলেট মহানগর ছাত্রদল,  জিল্লুর রহমান সাবেক বে-সরকারি বিশ্ববিদ্যালয় সম্পাদক সিলেট মহানগর ছাত্রদল, জনাব দুলাল আহমেদ (পাশা) সাংগঠনিক সম্পাদক ৮ নং ঝিংগাবাড়ী ইউ.পি., জনাব আজমল হোসাইন কানাইঘাট উপজেলা ছাত্রদল নেতা,সিলেট জেলা ছাত্রদল সদস্য ফজলে রাব্বি রিমন, মেহদি হাসান লিমন,   শামীম আহমেদ, গাছবাড়ি ডিগ্রী কলেজ ছাত্রদল নেতা জয়নাল
আরও উপস্থিত ছিলেন আহমেদ,আলমগীর হোসেন,মাহিন দেলয়ার, বুলবুল আহমেদ,মজনু আহমেদ,আব্দুল্লাহ,ফাহিম আহমেদ,সামিয়ান আহমেদ,ইকরামুল হক,এহসান,আব্দুল করিম,ফজলুর রহমান,জাহাঙ্গীর আলম,রুবেল আহমেদ,সাইফুর রহমান,জুবের আহমেদ,শহীদ জিয়া, সুলেমান আহমেদ,জাকির হোসেন,জামিল আহমেদ, গাছবাড়ি ছাত্রদল নেতা,নাছির হোসেন জয়,ইমরান আহমেদ,শাকিল আহমেদ আলভি,মিলন,মিজান,জাকারিয়া প্রমুখ.......
এতে  গাছবাড়ী  JSD স্পটিং ক্লাবের  পরিচালনা কার্যকারী  কমিটির সদস্য  এম মাহবুবুর রহমান, আলমগির হোসেন,মাসুম আহমেদ,হিফজুর রহমান,হাসান আহমেদ, বশির আহমেদ সকল অতিথি  ও খেলোয়ারদের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেন।।

Post a Comment

Previous Post Next Post