ফারুক আহমদের মৃত্যুতে নিজামিয়া বিশকুটি রহঃ স্মৃতি পরিষদের শোক

ফারুক আহমদের মৃত্যুতে নিজামিয়া বিশকুটি রহঃ স্মৃতি পরিষদের শোক


বিশেষ প্রতিনিধিঃ আল্লামা ছাহেব ক্বিবলাহ বিশকুটি রহঃ এর প্রতিষ্ঠিত কুলাউড়া জালালিয়া দাখিল মাদ্রাসার সুপার হযরত মাওলানা ফারুক আহমদ সিলেট নর্থইষ্ট  হসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ৭ অক্টোবর (শনিবার) ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি........রাজিউন)।

মরহুমের জানাজার নামাজ ৮ অক্টোবর রবিবার দুপুর ২.১৫ মিনিটে বিয়ানীবাজার দাউসউরা সিনিয়র ফাজিল মাদরাসা মাঠে অনুষ্টিত  হয়।

মৃত্যুকালে তার বয়স ছিলো ৬৫ বৎসর। তিনি স্ত্রী ও ৫ সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। উল্লেখ্য যে তিনি বিগত ১৬ বৎসর যাবত জালালিয়া দাখিল মাদ্রাসার সুপারের দায়িত্ব পালন করে গেছেন।

মাওলানা ফারুক আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার রুহের মাগফেরাত কামনা করে ও তার শোক সন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন- আল্লামা ছাহেব ক্বিবলাহ বিশকুটি রহঃ এর নাতি ও নিজামিয়া বিশকুটি রহঃ স্মৃতি পরিষদ এর স্হায়ী কমিটির সভাপতি-জনাব মাওলানা আব্দুল্লাহ আল-নিজাম মশহুদ মাজেদ। নিজামিয়া বিশকুটি রহঃ স্মৃতি পরিষদের পক্ষে বিবৃতি প্রদান করেন কার্যকরি পরিষদের সভাপতি মোঃ নজরুল ইসলাম ও সাধারন সম্পাদক মোঃ বদরুল ইসলাম ।

Post a Comment

Previous Post Next Post