শাহ আবদুল করিম নৌকা বাইচে উৎসব মুখর পরিবেশ

হাজারো মানুষে মুখর শাহ আবদুল করিম নৌকা বাইচ


বিশেষ প্রতিনিধিঃ সুনামগঞ্জের দিরাই উপজেলায় কালনী নদীতে হয়ে গেল শাহ আবদুল করিম নৌকা বাইচ। নৌকা বাইচকে ঘিরে কালনী নদীর দু পাশে ছিল হাজার জনতার ভিড়। দিরাই পৌরশহরের বাজারে নেমে ছিল মানুষের ঢল। গত দুই দিন ধরে নৌকা বাইচ দেখতে দূর দূরান্তের আত্নীয়  স্বজনের আগমন ঘটে দিরাই শহরে।

রবিবার অনুষ্ঠিত দিরাই কালনী নদীতে শাহ আব্দুল করিম স্মৃতি ও গবেষণা পরিষদ কর্তৃক আয়োজিত শাহ আবদুল করিম নৌকা বাইচ প্রতিযোগিতায়  মোট ১৭ টি নৌকা অংশগ্রহন করে।  সকাল  ১১ ঘটিকায় টায়  নৌকা বাইচের ভাসমান মঞ্চ চাঁনপুর গ্রামের পাশে কালনী নদীতে   উদ্বোধন করা হয়।

নৌকা বাইচ প্রতিযোগিতায় ছিলো- জয়কালাচাঁন, হীরার তরী, জলতরঙ্গ,, পবণকাঠের তরী, , শিব সংঘ সোনার তরী,  বাঘহাতা, মেঘনা নির্ধন সাধু, বাঘজোড়া নামে বিভিন্ন নৌকা।

দিরাই-শাল্লা উপজেলার সংসদ সদস্য এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ড. জয়া সেনগুপ্তের উপস্হিতে বিজয়ীদের  হাতে পুরস্কার  তুলে দেওয়া হয়।

নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম পুরস্কার স্বর্ণের নৌকা বৈঠা ও নগদ বিশ হাজার টাকা জিতে নেয় আকিল উদ্দীনের নাসিরপুরের নৌকা।

নৌকা বাইচ প্রতিযোগিতায় দ্বিতীয় পুরস্কার জিতে নেয়  সিলেট জিলা থেকে আগত বাঘা গোলাপগঞ্জ।"

৩য় পুরস্কার জিতে নেয় মেঘনা নির্ধন সাধু নৌকা।

এছাড়াও নৌকা বাইচ প্রতিযোগিতার আকর্ষণ যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতায় বিজয়ী হয় সুদীপ্ত  দাস।

Post a Comment

Previous Post Next Post