স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ-আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের সিরিজ শেষ হতে না হতেই এবার বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ১১ অক্টোবর থেকে মাঠের লড়াই শুরু হবে, তবে আগেভাগেই দল দুটি সিলেট এসে অনুশীলন শুরু করে দিয়েছে।
সিলেটে বাংলাদেশ ও আয়ারল্যান্ড এ দল একটি চারদিনের ম্যাচ খেলবে। ম্যাচটি খেলতে গত শনিবার সিলেট আসে আয়ারল্যান্ড এ দল। গতকাল রবিবার সকালে স্টেডিয়ামে অনুশীলনও করেছে সফরকারীরা।
বাংলাদেশ এ দল রবিবার দুপুরে সিলেট এসে পৌঁছায়। কিছু সময় বিশ্রামের পর বিকেলে অনুশীলন করেন শান্ত, এবাদতরা।
বাংলাদেশ এ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাইফ হাসান, সাদমান ইসলাম, আল আমিন, জাকির হাসান, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান, সানজামুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বি ও জুবায়ের হোসেন।
দলে ম্যানেজার হিসেবে আছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন।