খালেদার গাড়িবহর থেকে আটক ৬

খালেদার গাড়িবহর থেকে আটক ৬


অনলাইন ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদালতে যাওয়ার পথে সন্দেহজনক হওয়ায় বিএনপির ৬ নেতাকর্মীকে আটক করেছে রমনা থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রমনা থানাধীন সার্কিট হাউজ রোড এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, খালেদা জিয়ার মুভমেন্টের সময় ঐ ছয়জন মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদেরকে আটক করা হয়েছে।

তাদের নাম পরিচয় জানতে চাইলে তিনি বলেন, বিষয়গুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

এ বিষয়ে বিএনপি সূত্র থেকে জানা গেছে, আটককৃতদের মধ্যে যুবদলের সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, যুবদল দক্ষিণের সভাপতি রফিকুল আলম মজনু এবং স্বেচ্ছাসেবক দল দক্ষিণের সভাপতি এস এম জিলানী রয়েছেন।

Post a Comment

Previous Post Next Post