অনলাইন ডেস্কঃ ৫ অক্টোবর ছিল বিশ্ব শিক্ষক দিবস। সারা বিশ্বের ন্যায় মৌলভীবাজারের কুলাউড়ায় একটু ব্যতিক্রমীভাবে দিনটিকে উদযাপন করলো দৈনিক প্রথমআলোর পাঠক সংগঠন কুলাউড়া বন্ধুসভা। ৭ অক্টোবর সকালে কুলাউড়া ডিগ্রি কলেজ, নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়, আমীর ছলফু সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা প্রদান করেন প্রথমআলো বন্ধুসভা কুলাউড়ার বন্ধুরা। এসময় উপস্থিত ছিলেন প্রথমআলো বন্ধুসভা কুলাউড়ার উপদেষ্ঠা শহীদুল ইসলাম তনয়, সভাপতি তকলিফুল ইসলাম, সহ-সভাপতি নাজমুল বারী সোহেল, আফজাল আহমদ, কাওছার সাব্বির, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল আলম জুবেল, বর্তমান সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহফুজ শাকিল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোহাইমিনুল ইসলাম মাহিন প্রমুখ।