পিছিয়ে গেলো বিপিএলের সময়সূচি

পিছিয়ে গেলো বিপিএলের সময়সূচি


স্পোর্টস ডেস্ক: আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর পঞ্চম আসরের সময়সূচীতে আবারো পরিবর্তন।তবে বেশিদিন নয়, মাত্র একদিন পেছানো হয়েছে সূচি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পূর্বের সূচি মোতাবেক আগামী ৩ নভেম্বর সিলেটে টুর্নামেন্ট শুরুর কথা থাকলেও সেটি একদিন পিছিয়ে ৪ নভেম্বর করা হয়েছে। এদিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (এসআইসিএস) শুরু হবে বিপিএলের ৫ম আসর। ‘


টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক সিলেট সিক্সার্সের মোকাবেলা করবে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস।সিলেট যুক্ত হওয়ায় দেশের তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের বিপিএল টুর্নামেন্ট।বাকী ভেন্যু দুটি হচ্ছে ঢাকা ও চট্টগ্রাম।

Post a Comment

Previous Post Next Post