অর্জুনকে ধর্ষক বললেন এক নারী

অর্জুনকে ধর্ষক বললেন এক নারী


বিনোদন ডেস্কঃ এবার সমালোচনার মুখে নায়ক অর্জুন কাপূর। সম্প্রতি ইশিকা রাই নামে এক নারী টুইটারে অর্জুন কাপূরকে ‘ধর্ষক’ বলে মন্তব্য করেছেন। ইশিকা লিখেছেন, ‘‘চেহারা দেখলে এক জন ধর্ষক মনে হয়…’’

টুইটটি দেখে অর্জুনও চুপ থাকেননি। সরাসরি ঐ নারীর টুইটের জবাব দিয়েছেন, ‘এর থেকে নিম্নমানের ট্রোলিং হয়েছে বলে তার জানা নেই… এক নারী নির্লজ্জভাবে, এতটা অবলীলায় ধর্ষক শব্দটা ব্যবহার করছেন। এটা স্রেফ ট্রোলিং নয়, এটা দুঃখজনক।’

অর্জুনের এই টুইটের পরই যদিও ইশিকার টুইটার অ্যাকাউন্টটি পাওয়া যায়নি। সম্ভবত তিনি ডিলিট করে দিয়েছেন তার অ্যাকাউন্ট।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পছন্দের তারকার সঙ্গে কথা বলা এখন অনেকটাই সহজ হয়েছে। চাইলেই যে কেউ পছন্দের অভিনেতা-অভিনেত্রীকে টুইট করতে পারেন। অনেক তারকাই আবার তাঁদের ফ্যান, বন্ধু ও সহকর্মীদের সঙ্গে সরাসরি কথাও বলেন। তবে সেই সুযোগে সমালোচনার মুখেও পড়তে হচ্ছে তারকাদের।


Post a Comment

Previous Post Next Post