স্টাফ রিপোর্টারঃ
দারিদ্রতার ছোবলে দেশের মানুষ যখন হিমশিম খাচ্ছে ঠিক তখনি প্রবাসী
অধ্যুষিত মৌলভীবাজার জেলাতে দারিদ্রের হার মাত্র ১১ শতাংশ। দীর্ঘস্থায়ী
বন্যায় এ জেলার ৭ টি উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। আর এই সব ক্ষতি
সারিয়ে উঠতে সরকারের পাশাপাশি প্রবাসীরাও সর্বাত্মক সহযোগিতা করেছে। যার
ফলশ্রুতিতে ঘুরে দাড়িয়েছে এসব উপজেলার মানুষ। দেশের বিভিন্ন জেলার জরিপ
অনুযায়ী দেখা যায় দারিদ্রতার সংখ্যায় প্রায় অভিশাপমুক্ত মৌলভীবাজার জেলা।
দেশে দারিদ্র সবচেয়ে কম এমন ১০টি শীর্ষ জেলার মধ্যে স্থান পেয়েছে সিলেট ও মৌলভীবাজার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ খানার আয় ও ব্যয় নির্ধারণ জরিপ থেকে এমন তথ্য পাওয়া গেছে।
বিবিএসের জরিপ অনুযায়ী, দারিদ্র কম এমন শীর্ষ ১০টি জেলার মধ্যে ৭টিই ঢাকা বিভাগে। এ জেলাগুলো হচ্ছে- নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মাদারীপুর, গাজীপুর, ফরিদপুর, ঢাকা ও নরসিংদী। বাকি তিনটি জেলা হচ্ছে- ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার ও সিলেট।
সিলেটে দারিদ্রের হার ১৩ শতাংশ এবং মৌলভীবাজারে দারিদ্রের হার ১১ শতাংশ। শীর্ষে থাকা নারায়ণগঞ্জে দারিদ্রের হার ২ দশমিক ৬।
এদিকে, দেশের দারিদ্রতা বেশি কুড়িগ্রাম জেলায়। এ জেলায় দারিদ্রের হার ৭১ শতাংশ।
দেশে দারিদ্র সবচেয়ে কম এমন ১০টি শীর্ষ জেলার মধ্যে স্থান পেয়েছে সিলেট ও মৌলভীবাজার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ খানার আয় ও ব্যয় নির্ধারণ জরিপ থেকে এমন তথ্য পাওয়া গেছে।
বিবিএসের জরিপ অনুযায়ী, দারিদ্র কম এমন শীর্ষ ১০টি জেলার মধ্যে ৭টিই ঢাকা বিভাগে। এ জেলাগুলো হচ্ছে- নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মাদারীপুর, গাজীপুর, ফরিদপুর, ঢাকা ও নরসিংদী। বাকি তিনটি জেলা হচ্ছে- ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার ও সিলেট।
সিলেটে দারিদ্রের হার ১৩ শতাংশ এবং মৌলভীবাজারে দারিদ্রের হার ১১ শতাংশ। শীর্ষে থাকা নারায়ণগঞ্জে দারিদ্রের হার ২ দশমিক ৬।
এদিকে, দেশের দারিদ্রতা বেশি কুড়িগ্রাম জেলায়। এ জেলায় দারিদ্রের হার ৭১ শতাংশ।