জনস্বার্থে হাতুড়ি চালালেন মৌলভীবাজারের পৌর মেয়র

জনস্বার্থে হাতুড়ি চালালেন মৌলভীবাজারের পৌর মেয়র ফজলুর
মৌলভীবাজার প্রতিনিধিঃ জনস্বার্থে রাস্তা প্রশস্ত করতে নিজেই হাতুড়ি চালালেন মৌলভীবাজারের পৌর মেয়র ফজলুর রহমান। স্থানীয় কাউন্সিলর ও এলাকাবাসীকে সাথে নিয়ে তিনি এ কাজের উদ্বোধন করেন।

স্থানীয়দের সহযোগীতায় এলাকাবাসীর যাতায়াতের সুবিধার জন্য মৌলভীবাজার পৌর শহরের দক্ষিন কলিমাবাদ টিকরবাড়ি লিংক রোডের পার্শ্ববর্তী ১০টি বাড়ির দেয়াল ভেঙ্গে ৭/৮ ফুটের রাস্তাকে ১৩ ফুট করলেন পৌর মেয়র ফজলুর রহমান।

এসময় এলাকাবাসীর সাথে কথা হলে তারা বলেন, ওই রাস্তাটি বড় হলে আর কেউ ছড়ার পার্শ্ববর্তী সরকারি জায়গা দখল করতে পারবেনা। এলাকাবাসী সহজে শহরে এবং লাশ নিয়ে পৌরসভার নির্ধারিত কবরস্থানে যেতে পারবে। বর্তমানে এ রাস্তা ছোট থাকায় ৪-৫ কি.মি. ঘুরে অন্য রাস্তা দিয়ে মৃত ব্যক্তির লাশ পৌরসভার কবরস্থানে নিতে হয় ।

রাস্তা সম্প্রসারণ কাজে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর নাহিদ হোসেন, সাবেক কাউন্সিলর আব্দুর রব, কলা মিয়া মাষ্টার, আব্দুল মছব্বির ও আনছার আহমদ লেছু প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post