অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ২৪ নারী-পুরুষ আটক

অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে  ২৪ নারী-পুরুষ আটক
অনলাইন ডেস্কঃ  অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে গাজীপুরের কয়েকটি আবাসিক হোটেল থেকে ২৪ জন নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।   আজ দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস, চান্দনা চৌরাস্তা ও নলজানি এলাকার বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।

জয়দেবপুর থানার ভোগড়া ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন । তিনি জানান, আজ দুপুর ১২টা থেকে একযোগে রাজমনি, শাপলা, এশিয়া, রোজগার্ডেন ও প্যারেড আবাসিক হোটেলে অভিযান চালানো হয়।   এ সময় আপত্তিকর অবস্থায় ওই ১২ নারী ও ১২ পুরুষকে আটক করা হয়। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে হোটেলের কর্মকর্তা-কর্মচারীরা পালিয়ে যায়।   আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

Previous Post Next Post